Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে তৃতীয় লিঙ্গের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের তৃতীয় লিঙ্গের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে লাশটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই আবু রায়হান জানান।

নিহত আব্দুল মান্নান অনন্যার বাড়ি উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে। তিনি তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মীদের বরাতে  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, বুধবার রাতে ঘরে অনন্যার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানসিক চাপে হিজড়া অনন্যা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওই বাড়ির মালিক তোফাজ্জল হোসেন বলেন, আব্দুল মান্নান অনন্যা চার মাস ধরে আমার বাসায় ভাড়া ছিলেন। তিনি সব সময় মানসিক কোনো চাপে থাকতেন। অনন্যার বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গীরা আমাকে মাঝে মধ্যে অবহিত করতেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শ্রীপুরে তৃতীয় লিঙ্গের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের তৃতীয় লিঙ্গের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে লাশটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই আবু রায়হান জানান।

নিহত আব্দুল মান্নান অনন্যার বাড়ি উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে। তিনি তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মীদের বরাতে  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, বুধবার রাতে ঘরে অনন্যার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানসিক চাপে হিজড়া অনন্যা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওই বাড়ির মালিক তোফাজ্জল হোসেন বলেন, আব্দুল মান্নান অনন্যা চার মাস ধরে আমার বাসায় ভাড়া ছিলেন। তিনি সব সময় মানসিক কোনো চাপে থাকতেন। অনন্যার বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গীরা আমাকে মাঝে মধ্যে অবহিত করতেন।