Dhaka শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীদেবীর সাথে অভিনয় করার সময় ভয় পেতেন সালমান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ২৫২ জন দেখেছেন

সালমান খান ও শ্রীদেবী

বলিউডের জনপ্রিয় ও সাহসী অভিনেতা সালমান খান। সিনেমায় সাহসী হলেও বাস্তবে তিনি কখনও কখনও খুবই ভীতু। বিশেষ করে অভিনয় করতে গিয়ে এক সময় ভীত সন্ত্রস্ত থাকতেন।

অভিনয় জীবনে অনেক নায়িকার সঙ্গে স্বাচ্ছন্দ্যেই জুটি বেঁধেছেন এই সালমান খান। তবে এমন একজন ছিলেন যাকে বেশ ভয় পেতেন তিনি। আর তিনি ছিলেন শ্রীদেবী। এই নায়িকার ভয়ে এক সময় রীতিমত কুঁকড়ে পড়েছিলেন তিনি।

সময়টা নব্বইয়ের দশক। শোনা যায়, শ্রীদেবীর দাপটে একেবারে কাঁটা হয়ে থাকতেন সালমান। বলিউডের এই অভিনেত্রী তখন সাফল্যের শীর্ষে। পরিচালকরা রীতিমত লাইন দিচ্ছেন তার অভিনয়ের ডেট পাওয়ার জন্য।

আরও পড়ুন : বলিউডের তারকাকের স্ত্রীদের নিয়ে নতুন শো (ভিডিও)

শ্রীদেবীর পারিশ্রমিকও তখন প্রায় কোটি টাকা। যা তার সমসাময়িক নায়িকাদের কাছে প্রায় আকাশকুসুম। সালমানও তখন নতুন। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করছেন। এমনই সময় অফার এলো নতুন ছবির। নায়িকা স্বয়ং শ্রীদেবী।

এমন সুযোগ ছাড়তে নারাজ ছিলেন সালমান। এক কথাতে রাজি হয়ে যান ‘চাঁদনী’র সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে। কিন্তু প্রেমের দৃশ্যে নায়কের মনে আর প্রেম কোথায়! তরুণ সালমানের মন জুড়ে তখন শুধ ভয় আর চিন্তা।

কিন্তু অমন সুন্দরী নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্য পেয়ে উৎফুল্ল হওয়ার বদলে এত ভয় কেন?

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা : সেরা নায়ক নিশো, সেরা নায়িকা পুতুল

শ্রীদেবীর সাথে অভিনয় করার সময় ভয় পেতেন সালমান

প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০

বলিউডের জনপ্রিয় ও সাহসী অভিনেতা সালমান খান। সিনেমায় সাহসী হলেও বাস্তবে তিনি কখনও কখনও খুবই ভীতু। বিশেষ করে অভিনয় করতে গিয়ে এক সময় ভীত সন্ত্রস্ত থাকতেন।

অভিনয় জীবনে অনেক নায়িকার সঙ্গে স্বাচ্ছন্দ্যেই জুটি বেঁধেছেন এই সালমান খান। তবে এমন একজন ছিলেন যাকে বেশ ভয় পেতেন তিনি। আর তিনি ছিলেন শ্রীদেবী। এই নায়িকার ভয়ে এক সময় রীতিমত কুঁকড়ে পড়েছিলেন তিনি।

সময়টা নব্বইয়ের দশক। শোনা যায়, শ্রীদেবীর দাপটে একেবারে কাঁটা হয়ে থাকতেন সালমান। বলিউডের এই অভিনেত্রী তখন সাফল্যের শীর্ষে। পরিচালকরা রীতিমত লাইন দিচ্ছেন তার অভিনয়ের ডেট পাওয়ার জন্য।

আরও পড়ুন : বলিউডের তারকাকের স্ত্রীদের নিয়ে নতুন শো (ভিডিও)

শ্রীদেবীর পারিশ্রমিকও তখন প্রায় কোটি টাকা। যা তার সমসাময়িক নায়িকাদের কাছে প্রায় আকাশকুসুম। সালমানও তখন নতুন। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করছেন। এমনই সময় অফার এলো নতুন ছবির। নায়িকা স্বয়ং শ্রীদেবী।

এমন সুযোগ ছাড়তে নারাজ ছিলেন সালমান। এক কথাতে রাজি হয়ে যান ‘চাঁদনী’র সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে। কিন্তু প্রেমের দৃশ্যে নায়কের মনে আর প্রেম কোথায়! তরুণ সালমানের মন জুড়ে তখন শুধ ভয় আর চিন্তা।

কিন্তু অমন সুন্দরী নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্য পেয়ে উৎফুল্ল হওয়ার বদলে এত ভয় কেন?