Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের রোশন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ১৯৭ জন দেখেছেন

শ্রাবন্তী ও রোশন

রাজীব বিশ্বাস ও কৃষাণ ব্রজের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ২০১৯ সালের এপ্রিলে পঞ্জাবে গিয়ে রোশন সিংহের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী তৃতীয় বিয়েতেও ভাঙন দেখা যায়।

জানা গেছে- গত বছরের অক্টোবর থেকে আর এক ছাদের নিচে থাকছেন না শ্রাবন্তী-রোশন। তবে বিচ্ছেদের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরইমধ্যে জানা গেলো এক নতুন তথ্য। শ্রাবন্তীর সঙ্গে নাকি সংসার জীবনে ইতি টানতে চাইছেন না রোশন সিং। এজন্য আদালতের দ্বারস্থও হয়েছেন রোশন। ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ অর্থাৎ বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেছেন তিনি।

ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে সমন পাঠানো হয়েছে শ্রাবন্তীকে। জুলাই মাসের মধ্যে উত্তর দিতে হবে অভিনেত্রীকে।

এদিকে, শ্রাবন্তীর সংসার জীবনের বিচ্ছেদ করতে না চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় অনেকেই বলছেন, বিয়েবিচ্ছেদের পর খোরপোশ যাতে না দিতে হয়, সেই দায় এড়াতেই এই পদক্ষের রোশনের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের রোশন

প্রকাশের সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

রাজীব বিশ্বাস ও কৃষাণ ব্রজের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ২০১৯ সালের এপ্রিলে পঞ্জাবে গিয়ে রোশন সিংহের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী তৃতীয় বিয়েতেও ভাঙন দেখা যায়।

জানা গেছে- গত বছরের অক্টোবর থেকে আর এক ছাদের নিচে থাকছেন না শ্রাবন্তী-রোশন। তবে বিচ্ছেদের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরইমধ্যে জানা গেলো এক নতুন তথ্য। শ্রাবন্তীর সঙ্গে নাকি সংসার জীবনে ইতি টানতে চাইছেন না রোশন সিং। এজন্য আদালতের দ্বারস্থও হয়েছেন রোশন। ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ অর্থাৎ বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেছেন তিনি।

ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে সমন পাঠানো হয়েছে শ্রাবন্তীকে। জুলাই মাসের মধ্যে উত্তর দিতে হবে অভিনেত্রীকে।

এদিকে, শ্রাবন্তীর সংসার জীবনের বিচ্ছেদ করতে না চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় অনেকেই বলছেন, বিয়েবিচ্ছেদের পর খোরপোশ যাতে না দিতে হয়, সেই দায় এড়াতেই এই পদক্ষের রোশনের।