Dhaka রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রাবন্তীকে কুপ্রস্তাব দেয়ায় বাংলাদেশি যুবক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ২২৩ জন দেখেছেন

গ্রেপ্তারকৃত যুবক ও শ্রাবন্তী

ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরনের আপত্তিকর এসএমএস পাঠানোয় বাংলাদেশি এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ অভিযোগে খুলনায় মাহাবুবর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠানো হলে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেপ্তার মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারতে একই দিনে মুক্তি পাবে হিন্দি ছবি

এরপর দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি

শ্রাবন্তীকে কুপ্রস্তাব দেয়ায় বাংলাদেশি যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরনের আপত্তিকর এসএমএস পাঠানোয় বাংলাদেশি এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ অভিযোগে খুলনায় মাহাবুবর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠানো হলে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেপ্তার মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারতে একই দিনে মুক্তি পাবে হিন্দি ছবি

এরপর দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।