Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকদের মজুরি নিয়ে সুখবর দিলো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : 

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত করা হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় তিনি এ ঘোষণা দিয়েছেন।

সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য।

বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচজনের কম শ্রমিক আছে এমন নিয়োগকর্তাদের ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ৬ মাসের বাড়তি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা শ্রমিকদের পূর্ব নির্ধারিত বেতন দিতে পারবেন।

এসময় তিনি বলেন, শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২ হাজার ২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩ হাজার ৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২ হাজার ৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে মানবসম্পদ মন্ত্রণালয়।

আনোয়ার ইব্রাহিম বলেন, চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে। ২০২৫ সালের জন্য দেশটি ৪২১ বিলিয়ন রিঙ্গিত বাজেট প্রস্তাবনা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিত নির্ধারণ করেছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পৃথক তিন হত্যা মামলায় আনিসুল-কামরুল-পলক-সালমানসহ ৬ জন গ্রেপ্তার

শ্রমিকদের মজুরি নিয়ে সুখবর দিলো মালয়েশিয়া

প্রকাশের সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত করা হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় তিনি এ ঘোষণা দিয়েছেন।

সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য।

বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচজনের কম শ্রমিক আছে এমন নিয়োগকর্তাদের ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ৬ মাসের বাড়তি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা শ্রমিকদের পূর্ব নির্ধারিত বেতন দিতে পারবেন।

এসময় তিনি বলেন, শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২ হাজার ২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩ হাজার ৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২ হাজার ৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে মানবসম্পদ মন্ত্রণালয়।

আনোয়ার ইব্রাহিম বলেন, চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে। ২০২৫ সালের জন্য দেশটি ৪২১ বিলিয়ন রিঙ্গিত বাজেট প্রস্তাবনা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিত নির্ধারণ করেছিলেন।