Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মূহূর্তে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলংকার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

একদিন পরই বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা। আসরের অন্যতম আয়োজকও তারা। ওই অনুযায়ী, অনুশীলনও করেছে। কিন্তু দল ঘোষণা নিয়ে গড়িমসি করছিল দেশটির ক্রিকেট বোর্ড।

অবশেষে মঙ্গলবার (২৯ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৫ জনের দল দিল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে যে দলে জায়গা পাননি লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার ইনজুরিতে ছিটকে যাওয়ার বিষয়টি আগেই নিশ্চিত হওয়া গেছে।

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্দো। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে জায়গা পেয়েছেন দলে। বোলিং আক্রমণে বেশ পরিবর্তন আনতে হলেও শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে আসেনি তেমন পরিবর্তন।

তবে শ্রীলঙ্কার ব্যাটার কুশল পেরেরা জ্বরে ভুগছেন। তিনি সুস্থ হলেই দলে যোগ দেবেন বলে মিডিয়া বার্তায় জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাসারাঙ্গা-মাদুশাঙ্কারা না থাকায় মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিনোরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশানকে দলে যুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এশিয়া কাপের খেলাগুলো হবে পাকিস্তান ও শ্রীলংকায়। পাকিস্তানে হবে মাত্র চারটি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়।

৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে শ্রীলংকা।

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা দল :

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফের্নান্দো, প্রমোধ মাধুশান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেষ মূহূর্তে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলংকার

প্রকাশের সময় : ১১:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

একদিন পরই বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা। আসরের অন্যতম আয়োজকও তারা। ওই অনুযায়ী, অনুশীলনও করেছে। কিন্তু দল ঘোষণা নিয়ে গড়িমসি করছিল দেশটির ক্রিকেট বোর্ড।

অবশেষে মঙ্গলবার (২৯ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৫ জনের দল দিল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে যে দলে জায়গা পাননি লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার ইনজুরিতে ছিটকে যাওয়ার বিষয়টি আগেই নিশ্চিত হওয়া গেছে।

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্দো। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে জায়গা পেয়েছেন দলে। বোলিং আক্রমণে বেশ পরিবর্তন আনতে হলেও শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে আসেনি তেমন পরিবর্তন।

তবে শ্রীলঙ্কার ব্যাটার কুশল পেরেরা জ্বরে ভুগছেন। তিনি সুস্থ হলেই দলে যোগ দেবেন বলে মিডিয়া বার্তায় জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাসারাঙ্গা-মাদুশাঙ্কারা না থাকায় মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিনোরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশানকে দলে যুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এশিয়া কাপের খেলাগুলো হবে পাকিস্তান ও শ্রীলংকায়। পাকিস্তানে হবে মাত্র চারটি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়।

৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে শ্রীলংকা।

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা দল :

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফের্নান্দো, প্রমোধ মাধুশান।