Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্লেঅফ সেমি-ফাইনাল থেকে স্রেফ মিনিট দুয়েকের দূরত্বে ছিল ইন্টার মায়ামি। কিন্তু আটলান্টা ইউনাইটেড হাল ছাড়ল না। ৮৯তম মিনিটে মাঠে নামার মিনিট চারেক পর দারুণ এক গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন শানজি সিলভা। দলকেও খাদের কিনারা থেকে উদ্ধার করলেন আটলান্টার পর্তুগিজ উইঙ্গার। প্লে-অফের ফয়সালা গড়াল তৃতীয় ম্যাচে।

মেজর লিগ সকার (এমএলএস) প্লেঅফ সিরিজে বাংলাদেশ সময় রোববার (৩ নভেম্বর) সকালে আটলান্টার মাঠের ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

মেসি দলে যোগ দেওয়ার পর বেশ কয়েকটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিতেছে মায়ামি, নায়ক হয়েছেন মেসি। এবার উল্টো অভিজ্ঞতা হলো তাদের।

প্লেঅফ সিরিজে নিজেদের প্রথম লড়াইয়ে ২-১ গোলে জিতেছিল মায়ামি। এই ম্যাচ ড্র হলেই কনফারেন্স সেমি-ফাইনালে উঠে যেতেন মেসিরা। ‘বেস্ট অব থ্রি’ লড়াইয়ের তৃতীয় ম্যাচেই এখন নির্ধারিত হবে দুই দলের ভাগ্য। ম্যাচটি হবে আগামী শনিবার।

আটলান্টার মাঠে প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো একটি আক্রমণ করে ইন্টার মায়ামি। কিন্তু লুইস সুয়ারেসের শট একটুর জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ২২তম মিনিটে জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে বিপজ্জনকভাবে বক্সের ভেতর ঢুকে যাওয়ার মেসির শট সামান্য বাইরে দিয়ে চলে যায়।

মিনিট দুয়েক পরই আটলান্টার পেদ্রো আমাদোহের ক্রসে ডেরিক উইলিয়ামসের হেড বাইরে চলে যায় অল্পের জন্য। ২৮তম মিনিটে বক্সের বাইরে থেকে আলেক্সি মিরানচুকের দুর্দান্ত শটে পুরো শরীর শূন্যে ভাসিয়ে আরও দারুণভাবে রক্ষা করেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার।

৩৯তম মিনিটে বাজে এক ভুল করে বসেন আটলান্টার গোলকিপার ব্র্যাড গুজান। মায়ামির আক্রমণ থেকে বল ধরে কিক নেওয়ার চেষ্টায় তিনি পড়ে যান। তার খুব কাছেই ছিলেন মায়ামির ফের্নান্দো রেদেন্দো। তিনি বল আলতো করে বাড়িয়ে দেয় দাভিদ মার্তিনেসের দিকে। আর্জেন্টাইন এই ডিফেন্ডার প্রতিপক্ষের চার ফুটবলারের ওপর দিয়ে ঠাণ্ডা মাথায় চিপ করে বল জালে জড়ান।

গুজ্যানকে বাধা দিয়েছিলেন কি না রেদেন্দো, ভিএআর দেখে তা পরখ করা হয়। সেখানে দেখা যায়, দুজনের কোনো স্পর্শ লাগেনি। দুই দলের আগের লড়াইয়ে আটটি সেভ করেছিলেন গুজ্যান। এই ম্যাচেও দারুণ খেলেছেন। কিন্তু ওই ভুল তিনি করে বসেন।

৪৮তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া দিয়োগো গোমেসের শটে দারুণভাবে দলকে রক্ষা করেন গুজ্যান। ৫৮তম মিনিটে আমাদোহের দারুণ ক্রসে জটলার মধ্য থেকে নিচু হয়ে হেড করে আটলান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস।

এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পায়। ৬৬তম মিনিটে মেসি অসাধারণভাবে বল বাড়িয়ে দেন গোলমুখে জর্দি আলবার জন্য। কিন্তু বল ধরেও তিনি পাঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে। ৬৯তম মিনিটে একদমকাছ থেকে সুয়ারেসের ভলি দারুণ রিফ্লেক্স দেখিয়ে বাঁচিয়ে দেন গুজ্যান। ৮৩তম মিনিটে বেশ কাছ থেকেই বল উড়িয়ে মারেন মেসি।

৮৯তম মিনিটে আটলান্টার বক্সের ভেতরে শরীর বাঁকিয়ে সাবা লবজানিদসের চোখধাঁধানো ভলি ফিরে আসে ক্রসবারে লেগে। ৯০ মিনিট শেষে যোগ করা হয় পাঁচ মিনিট। এর চতুর্থ মিনিটেই সিলভার সেই গোল। মিরানচুকের কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর একটু ঢুকে আচমকা শট নেন সিলভা। ড্রেক ক্যালেন্ডার পারেননি দলকে রক্ষা করতে।

গোল করে জার্সি খুলে ছুড়ে ফেলে দর্শকদের সামনে গিয়ে শরীর দেখান সিলভা। নিজের নাচের দক্ষতাও দেখিয়ে দেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, নটিংহ্যাম ফরেস্টে খেলে আসা পর্তুগিজ উইঙ্গার। হলুদ কার্ড পেতে হয় তাকে। তবে ম্যাচ জেতানোর উল্লাসের কাছে অন্য সব কিছু যেন তখন নস্যি।

ফ্লোরিডায় ইস্টার্ন কনফারেন্স প্লে-অফের তৃতীয় ম্যাচে ১০ নভেম্বর মুখোমুখি হবে দুই দল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি

প্রকাশের সময় : ১২:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

প্লেঅফ সেমি-ফাইনাল থেকে স্রেফ মিনিট দুয়েকের দূরত্বে ছিল ইন্টার মায়ামি। কিন্তু আটলান্টা ইউনাইটেড হাল ছাড়ল না। ৮৯তম মিনিটে মাঠে নামার মিনিট চারেক পর দারুণ এক গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন শানজি সিলভা। দলকেও খাদের কিনারা থেকে উদ্ধার করলেন আটলান্টার পর্তুগিজ উইঙ্গার। প্লে-অফের ফয়সালা গড়াল তৃতীয় ম্যাচে।

মেজর লিগ সকার (এমএলএস) প্লেঅফ সিরিজে বাংলাদেশ সময় রোববার (৩ নভেম্বর) সকালে আটলান্টার মাঠের ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

মেসি দলে যোগ দেওয়ার পর বেশ কয়েকটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিতেছে মায়ামি, নায়ক হয়েছেন মেসি। এবার উল্টো অভিজ্ঞতা হলো তাদের।

প্লেঅফ সিরিজে নিজেদের প্রথম লড়াইয়ে ২-১ গোলে জিতেছিল মায়ামি। এই ম্যাচ ড্র হলেই কনফারেন্স সেমি-ফাইনালে উঠে যেতেন মেসিরা। ‘বেস্ট অব থ্রি’ লড়াইয়ের তৃতীয় ম্যাচেই এখন নির্ধারিত হবে দুই দলের ভাগ্য। ম্যাচটি হবে আগামী শনিবার।

আটলান্টার মাঠে প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো একটি আক্রমণ করে ইন্টার মায়ামি। কিন্তু লুইস সুয়ারেসের শট একটুর জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ২২তম মিনিটে জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে বিপজ্জনকভাবে বক্সের ভেতর ঢুকে যাওয়ার মেসির শট সামান্য বাইরে দিয়ে চলে যায়।

মিনিট দুয়েক পরই আটলান্টার পেদ্রো আমাদোহের ক্রসে ডেরিক উইলিয়ামসের হেড বাইরে চলে যায় অল্পের জন্য। ২৮তম মিনিটে বক্সের বাইরে থেকে আলেক্সি মিরানচুকের দুর্দান্ত শটে পুরো শরীর শূন্যে ভাসিয়ে আরও দারুণভাবে রক্ষা করেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার।

৩৯তম মিনিটে বাজে এক ভুল করে বসেন আটলান্টার গোলকিপার ব্র্যাড গুজান। মায়ামির আক্রমণ থেকে বল ধরে কিক নেওয়ার চেষ্টায় তিনি পড়ে যান। তার খুব কাছেই ছিলেন মায়ামির ফের্নান্দো রেদেন্দো। তিনি বল আলতো করে বাড়িয়ে দেয় দাভিদ মার্তিনেসের দিকে। আর্জেন্টাইন এই ডিফেন্ডার প্রতিপক্ষের চার ফুটবলারের ওপর দিয়ে ঠাণ্ডা মাথায় চিপ করে বল জালে জড়ান।

গুজ্যানকে বাধা দিয়েছিলেন কি না রেদেন্দো, ভিএআর দেখে তা পরখ করা হয়। সেখানে দেখা যায়, দুজনের কোনো স্পর্শ লাগেনি। দুই দলের আগের লড়াইয়ে আটটি সেভ করেছিলেন গুজ্যান। এই ম্যাচেও দারুণ খেলেছেন। কিন্তু ওই ভুল তিনি করে বসেন।

৪৮তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া দিয়োগো গোমেসের শটে দারুণভাবে দলকে রক্ষা করেন গুজ্যান। ৫৮তম মিনিটে আমাদোহের দারুণ ক্রসে জটলার মধ্য থেকে নিচু হয়ে হেড করে আটলান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস।

এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পায়। ৬৬তম মিনিটে মেসি অসাধারণভাবে বল বাড়িয়ে দেন গোলমুখে জর্দি আলবার জন্য। কিন্তু বল ধরেও তিনি পাঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে। ৬৯তম মিনিটে একদমকাছ থেকে সুয়ারেসের ভলি দারুণ রিফ্লেক্স দেখিয়ে বাঁচিয়ে দেন গুজ্যান। ৮৩তম মিনিটে বেশ কাছ থেকেই বল উড়িয়ে মারেন মেসি।

৮৯তম মিনিটে আটলান্টার বক্সের ভেতরে শরীর বাঁকিয়ে সাবা লবজানিদসের চোখধাঁধানো ভলি ফিরে আসে ক্রসবারে লেগে। ৯০ মিনিট শেষে যোগ করা হয় পাঁচ মিনিট। এর চতুর্থ মিনিটেই সিলভার সেই গোল। মিরানচুকের কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর একটু ঢুকে আচমকা শট নেন সিলভা। ড্রেক ক্যালেন্ডার পারেননি দলকে রক্ষা করতে।

গোল করে জার্সি খুলে ছুড়ে ফেলে দর্শকদের সামনে গিয়ে শরীর দেখান সিলভা। নিজের নাচের দক্ষতাও দেখিয়ে দেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, নটিংহ্যাম ফরেস্টে খেলে আসা পর্তুগিজ উইঙ্গার। হলুদ কার্ড পেতে হয় তাকে। তবে ম্যাচ জেতানোর উল্লাসের কাছে অন্য সব কিছু যেন তখন নস্যি।

ফ্লোরিডায় ইস্টার্ন কনফারেন্স প্লে-অফের তৃতীয় ম্যাচে ১০ নভেম্বর মুখোমুখি হবে দুই দল।