Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ বিকেলে ঢাকায় নামলো রাতের অন্ধকার!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টির সাথে ছিল তীব্র বাতাস। বিকেলেই সন্ধ্যা নেমে আসে শহরে। এ বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বিকেলে হঠাৎ আকাশে মেঘের আনগোনা। সাড়ে ৪টার দিকে আকাশ অনেকটাই মেঘে ঢেকে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় শেষ বিকেলেই রাতের অন্ধকার নেমে আসে রাজধানীতে। এতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন চালকরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীতে ঝড় বৃষ্টি হতে দেখা যায়।

জানা গেছে, রাজধানীর মিরপুর, ধানমণ্ডি, গুলশান, নিউমার্কেট, পল্টন, গুলিস্তান, সচিবালয়, প্রেস ক্লাব, মতিঝিল, মোহাম্মদপুর, ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার, সায়দাবাদ, কাজলা, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির নামার আগে এসব এলাকার আকাশ ঘোর অন্ধকার হয়ে যায়। তারপর বইতে থাকে ঝোড়ো বাতাস। এর কিছুক্ষণ পর কোথাও কোথাও অঝোর ধারায়, আবার কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়।

বিকাল ৪টার পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনঘটা বাড়তে শুরু করে। সন্ধ্যা নাগাদ কালো হয়ে আসে আকাশ। এর সঙ্গে শুরু হয় কালবৈশাখীর প্রথম ধাপ, ধূলিঝড়। এরপর নামে মুষলধারে বৃষ্টি। দিনভর দাবদাহের পর স্বস্তি নিয়ে আসে এই বৃষ্টি।

এর আগে, রাজধানীতে দুপুরের পর থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। এছাড়াও ছিল মেঘের হাঁকডাক। দুপুরের দিকে রাজধানীতে কিছুটা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। বিকেল ৪টার পরে দিনের বেলায় সাঝ নেমে আসে। এরপর ৫ টার দিকে বৃষ্টি শুরু হয়।

তীব্র ঝড় বৃষ্টিতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। ঝড়-বৃষ্টি শুরুর সময় মানুষ দিকবিদক ছুটতে থাকে। এসয় সময় তারা বিভিন্ন মার্কেটের সামনে আশ্রয় নিতে দেখা যায়।

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, শুধু রাজধানী নয়, দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায়ও ঝড় ও বৃষ্টি হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেষ বিকেলে ঢাকায় নামলো রাতের অন্ধকার!

প্রকাশের সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টির সাথে ছিল তীব্র বাতাস। বিকেলেই সন্ধ্যা নেমে আসে শহরে। এ বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বিকেলে হঠাৎ আকাশে মেঘের আনগোনা। সাড়ে ৪টার দিকে আকাশ অনেকটাই মেঘে ঢেকে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় শেষ বিকেলেই রাতের অন্ধকার নেমে আসে রাজধানীতে। এতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন চালকরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীতে ঝড় বৃষ্টি হতে দেখা যায়।

জানা গেছে, রাজধানীর মিরপুর, ধানমণ্ডি, গুলশান, নিউমার্কেট, পল্টন, গুলিস্তান, সচিবালয়, প্রেস ক্লাব, মতিঝিল, মোহাম্মদপুর, ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার, সায়দাবাদ, কাজলা, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির নামার আগে এসব এলাকার আকাশ ঘোর অন্ধকার হয়ে যায়। তারপর বইতে থাকে ঝোড়ো বাতাস। এর কিছুক্ষণ পর কোথাও কোথাও অঝোর ধারায়, আবার কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়।

বিকাল ৪টার পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনঘটা বাড়তে শুরু করে। সন্ধ্যা নাগাদ কালো হয়ে আসে আকাশ। এর সঙ্গে শুরু হয় কালবৈশাখীর প্রথম ধাপ, ধূলিঝড়। এরপর নামে মুষলধারে বৃষ্টি। দিনভর দাবদাহের পর স্বস্তি নিয়ে আসে এই বৃষ্টি।

এর আগে, রাজধানীতে দুপুরের পর থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। এছাড়াও ছিল মেঘের হাঁকডাক। দুপুরের দিকে রাজধানীতে কিছুটা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। বিকেল ৪টার পরে দিনের বেলায় সাঝ নেমে আসে। এরপর ৫ টার দিকে বৃষ্টি শুরু হয়।

তীব্র ঝড় বৃষ্টিতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। ঝড়-বৃষ্টি শুরুর সময় মানুষ দিকবিদক ছুটতে থাকে। এসয় সময় তারা বিভিন্ন মার্কেটের সামনে আশ্রয় নিতে দেখা যায়।

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, শুধু রাজধানী নয়, দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায়ও ঝড় ও বৃষ্টি হচ্ছে।