স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টিনার সর্বশেষ তিনটি শিরোপা জয়ের পথে প্রতিটি ফাইনালে গোল করেছেন আনহেল ডি মারিয়া। এবার আরও একটি ফাইনাল। আর্জেন্টিনার শিরোপা কিংবা পদকের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন ডি মারিয়া। অলিম্পিক ফুটবলের ফাইনালে তরুণ ডি মারিয়া গোল করেছিলেন। ২০২১ সালের কোপা আমেরিকা ও পরের ফিনালিজিমায় গোল পান তিনি। আবার কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন।
ওই ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালই আকাশি-সাদা জার্সিতে তার শেষ ম্যাচ। লিওনেল মেসির বিশ্বাস, ডি মারিয়া অন্যসব ফাইনালের মতো এবার গোল করবেন এবং অসাধারণভাবে ক্যারিয়ারের ইতি টানবেন।
সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন আনহেল ডি মারিয়া। মেসি চান কলম্বিয়ার বিপক্ষে গোল করেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন ডি মারিয়া।
লাতিন আমেরিকান গণমাধ্যম ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে, যেমনটা সে আগে খেলা সবগুলো ফাইনালে করেছে। এটা ঘটলে অসাধারণ হবে। তার থেকে আমার চাওয়া এমনটাই।
ডি মারিয়ার অবসর নেওয়া প্রসঙ্গে মেসি আরও বলেন, ‘আমরা সব সময় তাকে বলেছি যে, সবকিছু ঠিকঠাক থাকলে (আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাও)… সামনে আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। কিন্তু ফিদেও (দি মারিয়া) মনস্থির করে ফেলেছে এবং কোনোভাবেই সেটা আর বদলাবে না।’
১৪৪ আন্তর্জাতিক ম্যাচে ডি মারিয়া ৩১ গোল করেছেন। চারটি বিশ্বকাপ এবং ছয়টি কোপা আমেরিকা খেলেছেন আর্জেন্টিনার অন্যতম সেরা এই ফরোয়ার্ড। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও গোল করেছিলেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে জেতা ম্যাচটিতে একমাত্র গোলটি ডি মারিয়াই করেছিলেন।
এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি জানিয়েছেন, ভবিষ্যতে ডি মারিয়ার সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই। সঙ্গে এ-ও জানিয়ে রেখেছে, সেরা একাদশে ডি মারিয়া থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, ‘যদিও আমরা জানি এটাই হবে তার শেষ খেলা, আমরা সবসময় আগে সিদ্ধান্ত নেব কোনটা দলের জন্য সেরা কম্বিনেশন। যদি তাকে খেলতে হয় কারণ তাকে খেলতে-ই হবেৃযদি আমরা তাকে না খেলার সিদ্ধান্ত নিই তাহলে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমরা আশা করি যে, সবকিছু ঠিকঠাক হবে এবং অ্যাঞ্জেল সর্বোত্তম উপায়ে অবসর নিতে পারে।’