Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন শরীফুল

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের পাকিস্তান সফরে আরও একটি ধাক্কা। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ছিটকে গেছেন চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেশিতে চোট পাওয়ায় অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।

বিষয়টি শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শরিফুলের ইনিজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা বলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে বোলিং করতে গিয়ে চোটে পড়েছেন শরিফুল। এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা গেছে, তার রেক্টাস ফিমোরিস মাংসপেশিতে গ্রেড-১ এর ইনজুরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইনজুরির কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহ জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন শরিফুল। বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে তার জন্য।’

দ্বিতীয় টি-টোয়েন্টির ইনিংসের শুরুতেই বল করতে আসেন শরীফুল। কিন্তু নিজের প্রথম ওভারে বল করার সময়ই হঠাৎ চোট পান তিনি। মাঠ ছাড়ার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি। ব্যাটিংয়েও নামেননি তিনি। তার অসমাপ্ত ওভার শেষ করেন শামীম হোসেন।

চোট পাওয়ার পরই বোঝা যাচ্ছিল শরীফুল আর ম্যাচে ফিরতে পারবেন না, এমনকি সিরিজেও থাকা অনিশ্চিত। পরে করা এমআরআই রিপোর্টে দেখা গেছে, তাঁর ডান পাশের রেকটাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার টান রয়েছে।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় শরীফুল চোট পান। এমআরআই স্ক্যানসহ পরীক্ষায় ধরা পড়েছে মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার টান। সেরে উঠতে তাকে ২-৩ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে।

এই চোটের কারণে নিশ্চিতভাবেই আগামীকাল (১ জুন) অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না শরীফুল।

চলতি সিরিজে শুরু থেকেই পেস আক্রমণে ভোগান্তি ছিল বাংলাদেশের। প্রথমে নাহিদ রানা নাম প্রত্যাহার করেন, এরপর সিরিজ শুরুর আগেই চোটে পড়ে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। তাঁর জায়গায় স্কোয়াডে ডাকা হয় খালেদ আহমেদকে। এখন শরীফুলের চোটে বাকি থাকলেন মাত্র তিন পেসার-তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

তিন ম্যাচের সিরিজে এরইমধ্যেই ০-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লাহোরে তৃতীয় ম্যাচটি কেবল সম্মান রক্ষার লড়াই!

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন শরীফুল

প্রকাশের সময় : ১০:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের পাকিস্তান সফরে আরও একটি ধাক্কা। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ছিটকে গেছেন চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেশিতে চোট পাওয়ায় অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।

বিষয়টি শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শরিফুলের ইনিজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা বলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে বোলিং করতে গিয়ে চোটে পড়েছেন শরিফুল। এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা গেছে, তার রেক্টাস ফিমোরিস মাংসপেশিতে গ্রেড-১ এর ইনজুরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইনজুরির কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহ জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন শরিফুল। বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে তার জন্য।’

দ্বিতীয় টি-টোয়েন্টির ইনিংসের শুরুতেই বল করতে আসেন শরীফুল। কিন্তু নিজের প্রথম ওভারে বল করার সময়ই হঠাৎ চোট পান তিনি। মাঠ ছাড়ার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি। ব্যাটিংয়েও নামেননি তিনি। তার অসমাপ্ত ওভার শেষ করেন শামীম হোসেন।

চোট পাওয়ার পরই বোঝা যাচ্ছিল শরীফুল আর ম্যাচে ফিরতে পারবেন না, এমনকি সিরিজেও থাকা অনিশ্চিত। পরে করা এমআরআই রিপোর্টে দেখা গেছে, তাঁর ডান পাশের রেকটাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার টান রয়েছে।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় শরীফুল চোট পান। এমআরআই স্ক্যানসহ পরীক্ষায় ধরা পড়েছে মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার টান। সেরে উঠতে তাকে ২-৩ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে।

এই চোটের কারণে নিশ্চিতভাবেই আগামীকাল (১ জুন) অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না শরীফুল।

চলতি সিরিজে শুরু থেকেই পেস আক্রমণে ভোগান্তি ছিল বাংলাদেশের। প্রথমে নাহিদ রানা নাম প্রত্যাহার করেন, এরপর সিরিজ শুরুর আগেই চোটে পড়ে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। তাঁর জায়গায় স্কোয়াডে ডাকা হয় খালেদ আহমেদকে। এখন শরীফুলের চোটে বাকি থাকলেন মাত্র তিন পেসার-তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

তিন ম্যাচের সিরিজে এরইমধ্যেই ০-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লাহোরে তৃতীয় ম্যাচটি কেবল সম্মান রক্ষার লড়াই!