স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ সমতায় রয়েছে। সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। চোটের কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব।
টাইগার এই পেসারের ছিটকে যাওয়ার বিষয়টি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অনুশীলনের সময়য় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তানজিম সাকিব। সে কারণে তৃতীয় ও সিরিজ নির্ধারনী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
লিপু বলেন, ‘দলের ফিজিও এইমাত্র আমাদের জানিয়েছেন, সে ( তানজিম সাকিব) খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ, আগামীকাল আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়।’
বল হাতে গত দুই ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে দুই ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ওয়ানডেতেই নিজের ৯ ওভার বোলিং করতে গিয়ে ডান পায়ের হাটুতে টান লা গেতার। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেও কিছুক্ষণ পর মাঠে ফেরেন। ওই ম্যাচে আর বোলিং না করলেও ফিল্ডিং করেছেন তিনি। ৮.২ ওভার বোলিং করে তানজিম ৪৪ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। পরের ম্যাচে পুরো দশ ওভার বোলিং করেছেন। ৬৫ রান খরচ করে নিয়েছেন একটি উইকেট।