নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের বিভিন্ন মহল থেকে ‘ভালো নির্বাচন’ হওয়ার আশ্বাস পেয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
মহাসচিব বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি। এবার আওয়ামী লীগকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তারা।এর আগে নির্বাচনে আসা ও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে মহাসচিব মুজিবুল হক চুন্নু সকলকে ৩ ঘণ্টা অপেক্ষা করতে বলেছেন। এ সময়ের পরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি।
চুন্নু বলেন, ৭ জানুয়ারির নির্বাচন করবার জন্য আমরা এসেছি। কিন্তু আমরা পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। নির্বাচনের বিষয়ে আজ এবং আগামীকাল, এ দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রত্যাহারের দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা কিভাবে করব বা করব না সেই বিষয়টা আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার। সে জন্য আমাদের দলের চেয়ারম্যান সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি এখন অফিসেই আছেন। আরও কিছু নেতারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা দরকার। তাদের সঙ্গে কথা বলে আজকে বিকেলে আমরা সব জানিয়ে দিব।
নির্বাচন যাতে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয় সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা আশাবাদী, এই নির্বাচনে মানুষ গণতন্ত্রকে রক্ষা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেবে।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে সব ‘অপচেষ্টা’ দূর করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারবো। এই লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি এবং আমাদের সব প্রার্থীকে চিঠি দিয়ে জানানো হবে, আগামীকাল তারা যেন প্রতীক বরাদ্দ নেন, তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২৮৩টি আসনে নির্বাচন করবো। তবে কিছু কিছু আসনে আমাদের কৌশল থাকতে পারে, সেটা আপনারা জানতে পারবেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের তার কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলামসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, তার দল জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির জন্য ২৬টি আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হয়েছে।