স্পোর্টস ডেস্ক :
স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে হারতেই বসেছিল চেলসি। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে যোগ করা সময়ের একেবারের শেষ দুই মিনিটে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের নাটক মঞ্চস্থ করে মরিসিও পচেত্তিনোর দল। আর সেই নাটকীয়তায় নায়কের ভূমিকাটা পালন করেছেন কোল পামার। তাঁর করা দারুণ দুইটি গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় নীল জার্সিধারীরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ঘরের শুরুতে দর্শক ধরেই নিয়েছিল ম্যানচেস্টার জিততে চলেছে। তবে শেষ সময়ে তাদের বাড়া ভাতে পানি ঢেলে দেয় চেলসি। ৭ গোলের থ্রিলার ম্যাচে ম্যানইউকে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্যভাবে হারিয়েই দিয়েছে চেলসি।
খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় চেলসি। ঘরের মাঠে চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন কনর গ্যালাঘার।
এদিকে এক গোলে পিছিয়ে পড়ার পর ম্যানইউ চাপ বাড়ায় চেলসির রক্ষ্ণে। তবে এরই মধ্যে দ্বিতীয়বারের মত পিছিয়ে পড়ে দলটি। ম্যাচের ১৮ মিনিটে নিজেদের বক্সে ব্লুজদের মার্ক কুকুরেইয়াকে অ্যান্টনি ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পটকিকে গোল করে চেলসিকে ২ গোলে এগিয়ে দেন পামার।
২ গোল হজম করার পর ব্রুনো ফার্নান্দেসরাও ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়াই শুরু করেন। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৪ মিনিটে প্রথম জালের দেখা পায় এরিক টেন হাগের শিষ্যরা। চেলসির ক্যাসেদো ভুল করে পাস দিয়ে বসেন রেড ডিভিলদের আলেহান্দ্রো গার্নাচোকে। আর সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই আর্জেন্টাইন তারকা। এদিকে প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ব্লুজরা, তবে ঠিকঠাক কাজে লাগাতে পারেনি।
এদিকে ম্যাচের ৩৯ মিনিটে দিয়াগো দালোতের বাড়িয়ে দেয়া বলে দারুণ এক শট নেন ব্রুনো ফার্নান্দেস। তাঁর এই শটে সমতায় ফেরে ম্যানইউ। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রথমবারের মত লিডের দেখা পায় রেড ডেভিলরা। অ্যান্টনির বাড়িয়ে দেয়া বলে দারুণ এক হেড করে দলকে এগিয়ে দেন গার্নাচো। এরপর ম্যাচের নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি চেলসি।
তবে ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে ননিনে বক্সে ফাউল করেন দালোত। ফলে পেনাল্টি পায় ইউনাইটেড। আর স্পটকিকে আবারো দলকে এগিয়ে দেন পামার।
শেষ মুহূর্তে গোল পেনাল্টি থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরানোর পরও যেন নাটকীয়তার বাকি রেখেছিলেন পামার। এর এক মিনিট পরই কর্ণার থেকে পাওয়া বলে দারুণ এক শট নেন পামার, আর তা স্কট ম্যাকটমিনের গায়ে লেগে দিক পাল্টে জড়ায় ইউনাইটেডের জালে। ফলে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
লিগে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ম্যানইউ। ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে চেলসি।