পটুয়াখালী জেলা প্রতিনিধি :
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমল দেখছি। স্বাধীনতা সাভৌমত্ব রক্ষায় কাজ করবে সরকার। চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে। দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে তাহলে নিরাপত্তার প্রশ্ন। ড. ইউনুস সাহেবকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজ করা যাবে না।’
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বিঘাই হাট স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান ইউনূস সরকারের প্রতি বিএনপি এখনো আস্থা রাখে। এই সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করি। অতীতের ভুলগুলো সংশোধন করে দেশের সামনে নতুন পথ তৈরির সুযোগ এসেছে।
রিজভী বলেন, গত সরকারের সময়ে বিদেশি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যা দেশের স্বার্থবিরোধী ছিল।
বিশেষ করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎচুক্তিকে তিনি ‘রাষ্ট্রবিরোধী এবং জনগণের ওপর অতিরিক্ত বোঝা’ হিসেবে উল্লেখ করেন। ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশ কেন বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিনতে হবে—এ প্রশ্নও তোলেন তিনি। তার অভিযোগ, এসব চুক্তির মাধ্যমে শেখ হাসিনা জনস্বার্থের চেয়ে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, বিশেষ করে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল। রাষ্ট্রের প্রধান বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, উন্নয়ন ও বিনিয়োগ অবশ্যই প্রয়োজন, তবে তা কখনোই দেশের স্বাধীনতা ও নিরাপত্তার বিনিময়ে হতে পারে না।
অতীত সরকারের কর্মকাণ্ডে জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সার্বভৌমত্ব রক্ষার শর্তে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
রিজভী বলেন, দেশে অসংখ্য মানুষ দারিদ্র্য, বৈষম্য ও অবহেলার শিকার। মানবিক দায়বদ্ধতা থেকেই বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
তিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন, যাতে পরিবারটি নিয়মিত সহায়তা পায় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়।
এসময় তার সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা প্রতিনিধি 






















