নাটোর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছেন। তার শাসনামলে মেডিক্যালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনাবেচা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে শিক্ষকসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষক নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। ছাত্র-জনতাই দেখিয়ে দিয়েছে, কোনো প্রকার বৈষম্যের ঠাঁই এই বাংলায় হবে না।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষাব্যবস্থা সহজ করে দিয়েছিলেন। এইচএসসি পর্যন্ত বেতন-ভাতা ফি করে দিয়েছিলেন। যাতে নারীরা সহজে শিক্ষা গ্রহণ করতে পারেন। শিক্ষাগ্রহণ শেষে চাকরিতে প্রবেশ করে নিজে টাকা উপার্জন করতে পারে। সংসারে সফলতা আনতে পারে।
কর্মসংস্থান সৃষ্টি করার আশ্বাস দিয়ে দুলু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামী লীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোট তাদের দরকার হয়নি। তারা জনগণের মনের কথা কিভাবে বুঝবেন। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তারা নিজেদের এমপি, মন্ত্রী পরিচয় দিয়ে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছেন। নাটোরে তেমন কোনো শিল্প কারখানা ছিল না। আমি এমপি থাকা অবস্থায় প্রাণের মালিককে বলে প্রাণের কারখানা নির্মাণ করাই। আজ সেখানে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে।
নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) প্রফেসর মো. আব্দুর রশীদ সরকার, বাংলা বিভাগীয় প্রধান মো. আলতাফ হোসেন, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষারসহ আরও অনেকে।