নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তাদের (আওয়ামী লীগ) হাত দিয়ে বার বার গণহত্যা করেছে। শেখ হাসিনার বাবা বাকশাল করেছিল আর এবার সে দ্বিতীয় বাকশাল তৈরি করেছিল। তার নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের ছাত্রদল, যুবদলের নেতাদের ধরে ধরে নিয়ে এসে হত্যা করেছিল। যারা গণতন্ত্রের জন্য কর্মসূচি পালন করেছে তাদের হত্যা করেছে। তাদের বিচার হবেই ইনশাআল্লাহ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের সব কিছু সে শেষ করে দিয়ে গেছে। আপনারা জানেন একেকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাদের ব্যাংকে লেনদেন পাওয়া যাচ্ছে হাজার কোটি টাকা। তারা গোটা দেশকে, গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল।
বিএনপির মুখপাত্র বলেন, আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, আমরা সভা-সমাবেশ করতে পারতাম না। সব সময় আমাদের নেতাকর্মীদের গুম, খুন ও নিপীড়ন চালানো হয়েছে, হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আমরা এ পর্যায় অতিক্রম করে এক ভয়ংকর দানব শেখ হাসিনাকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। সে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমার আশা করি এ নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি একটি দৃষ্টান্ত স্থাপন করবে। নারায়ণগঞ্জে যে শামীম ওসমানের মাফিয়া রাজত্ব ছিল তা ভেঙে একটি মানবিক নারায়ণগঞ্জ গড়ে তুলবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, নজরুল ইসলাম আজাদসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।