ফরিদপুর জেলা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। তারা আজও কাঁদছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় বিএনপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আওয়ামী লীগের আমলে আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে। অনেক মায়ের বুক ও বাবার কোল খালি করেছে। বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছে। শেখ হাসিনার আয়নাঘর থেকে এখনো অনেক নেতাকর্মী ফিরে আসতে পারে নাই। এই বাংলাদেশের মাটিতে আয়নাঘর নামক কোনো বস্তু যেন আর সৃষ্টি না হয়।
তিনি বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বহু কর্মী গত ১৫ বছরে জীবন দিয়েছেন, কারাভোগ করেছেন, অথচ এখনো অনেকে ‘আয়না ঘর’ নামক নরক থেকে মুক্ত হননি। দেশে যেন এমন কোনো নিপীড়নমূলক ব্যবস্থা আর না থাকে, এ প্রত্যয় নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আজকের এই দিনে প্রতিজ্ঞা করুন, যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এখনো আওয়ামী দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে চায়। তারা বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখে ফেলে দিতে চায়। বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল করতে চায়। এখন থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান হুমাউন খা ও মো. শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদুল হাসান লাবলু প্রমুখ।