Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বুঝেও না বোঝার ভান করে বিএনপি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা তা বুঝেও বিএনপি না বোঝার ভান করে থাকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ।

শনিবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা অনেক কথা বলেন। ফখরুল সাহেবের বক্তব্য আমি পত্রিকায় পড়ছিলাম; আমাদের সরকার নাকি দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। দেশের সমর্থন দেখার জন্য ওনাকে অনুরোধ জানাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে। তারা আসলে বিশ্বময় শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা সেটি দেখেও দেখে না, বুঝেও না বোঝার ভান করে থাকে। তাদের চোখের পরীক্ষা করানো উচিত। তারা যদি দেখতে না পারে আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহায়তা করতে পারে।

ড. হাছান মাহমুদ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়ার কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই দেশের মানুষের সমর্থন দেখার জন্য বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথাও বলেন । শেখ হাসিনা দেশে ফিরে এসেই দলের দায়িত্ব পালন করে চলেছেন। তিনি যেদিন ফিরে এসেছিলেন ওইদিন লাখ লাখ নেতাকর্মী সারাদেশ থেকে মানুষ ঢাকা বিমানবন্দর ও মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছিলেন। আকাশে মেঘের প্রচণ্ড গর্জন ছিল এবং একই সঙ্গে বর্ষণ ছিল। সেদিন আকাশের প্রচণ্ড গর্জন শুনে মনে হয়েছিল প্রকৃতি যেন শেখ হাসিনাকে তোপধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ধিক্কার জানাচ্ছে।

তিনি বলেন, আজকে শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে, আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ স্বীকার করেন বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে। ইকোনমিক ইনডেক্স, সোশ্যাল ইনডেক্স, হিউম্যান ইনডেক্স, হেলথ ইনডেক্স—সব সূচকে আমরা অনেক আগে পাকিস্তানকে অতিক্রম করেছি।

দেশের মানুষের সমর্থন দেখার জন্য বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ১৭ মে আমরা স্লোগান দিয়েছিলাম ‘ঝড়-বৃষ্টি, আঁধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে’। গত ৪২ বছরের পথচলায় আওয়ামী লীগের কোনো নেতা কতটুকু শেখ হাসিনার সঙ্গে ছিলেন কিংবা আছেন। আমরা যারা স্লোগান দিয়েছিলাম, আমরা কে কতটুকু শেখ হাসিনার সঙ্গে থাকতে পেরেছি সেটি একটি প্রশ্ন , পরীক্ষা-নিরীক্ষার বিষয়।

তিনি বলেন, ঝড়-বৃষ্টি, আঁধার রাতে সমস্ত দুর্যোগ-দুর্বিপাকে শেখ হাসিনা এ দেশের মানুষের সঙ্গে থেকেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। তাই ১৯৮১ সালের ১৭ মে ব্যক্তি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নয়, গণতন্ত্রের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বুঝেও না বোঝার ভান করে বিএনপি : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা তা বুঝেও বিএনপি না বোঝার ভান করে থাকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ।

শনিবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা অনেক কথা বলেন। ফখরুল সাহেবের বক্তব্য আমি পত্রিকায় পড়ছিলাম; আমাদের সরকার নাকি দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। দেশের সমর্থন দেখার জন্য ওনাকে অনুরোধ জানাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে। তারা আসলে বিশ্বময় শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা সেটি দেখেও দেখে না, বুঝেও না বোঝার ভান করে থাকে। তাদের চোখের পরীক্ষা করানো উচিত। তারা যদি দেখতে না পারে আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহায়তা করতে পারে।

ড. হাছান মাহমুদ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়ার কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই দেশের মানুষের সমর্থন দেখার জন্য বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথাও বলেন । শেখ হাসিনা দেশে ফিরে এসেই দলের দায়িত্ব পালন করে চলেছেন। তিনি যেদিন ফিরে এসেছিলেন ওইদিন লাখ লাখ নেতাকর্মী সারাদেশ থেকে মানুষ ঢাকা বিমানবন্দর ও মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছিলেন। আকাশে মেঘের প্রচণ্ড গর্জন ছিল এবং একই সঙ্গে বর্ষণ ছিল। সেদিন আকাশের প্রচণ্ড গর্জন শুনে মনে হয়েছিল প্রকৃতি যেন শেখ হাসিনাকে তোপধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ধিক্কার জানাচ্ছে।

তিনি বলেন, আজকে শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে, আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ স্বীকার করেন বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে। ইকোনমিক ইনডেক্স, সোশ্যাল ইনডেক্স, হিউম্যান ইনডেক্স, হেলথ ইনডেক্স—সব সূচকে আমরা অনেক আগে পাকিস্তানকে অতিক্রম করেছি।

দেশের মানুষের সমর্থন দেখার জন্য বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ১৭ মে আমরা স্লোগান দিয়েছিলাম ‘ঝড়-বৃষ্টি, আঁধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে’। গত ৪২ বছরের পথচলায় আওয়ামী লীগের কোনো নেতা কতটুকু শেখ হাসিনার সঙ্গে ছিলেন কিংবা আছেন। আমরা যারা স্লোগান দিয়েছিলাম, আমরা কে কতটুকু শেখ হাসিনার সঙ্গে থাকতে পেরেছি সেটি একটি প্রশ্ন , পরীক্ষা-নিরীক্ষার বিষয়।

তিনি বলেন, ঝড়-বৃষ্টি, আঁধার রাতে সমস্ত দুর্যোগ-দুর্বিপাকে শেখ হাসিনা এ দেশের মানুষের সঙ্গে থেকেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। তাই ১৯৮১ সালের ১৭ মে ব্যক্তি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নয়, গণতন্ত্রের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।