Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক : 

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে ঋষি সুনাক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করার অঙ্গীকার করছি।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে আপনি রেকর্ড গড়েছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশে অসাধারণ উন্নয়ন হয়েছে।

দুই দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশের সময় : ০৯:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে ঋষি সুনাক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করার অঙ্গীকার করছি।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে আপনি রেকর্ড গড়েছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশে অসাধারণ উন্নয়ন হয়েছে।

দুই দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত।