Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে

নিজস্ব প্রতিবেদক : 

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কি? এমন প্রশ্নে ভারপ্রাপ্ত সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়। দেশের বাইরে, সেটা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।

দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, সে ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। তাহলে সেটা সম্ভব হবে।

ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি, তোমরা এটা প্রশ্রয় দিও না। এটা সব সময়ে বলছি। তবে আমরা আলাদা করে, তাদের ওইভাবে বলি না, ইন জেনারেলি বলি, যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী তাদের তোমরা প্রশ্রয় দিও না।

ভারত থেকে প্রতিনিয়ত পুশ ইন করা হচ্ছে। তাদের ভারতের তালিকা অনুযায়ী পুশ ইন করা হচ্ছে কি না জানতে চাইলে রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদের পুশ ইন করা হচ্ছে, তারা ওই তালিকায় আছেন কি না, যাচাই বাছাই করে দেখতে হবে। তার আগে এটা নিয়ে নির্দিষ্ট কোনো কিছু বলা যাবে না। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও বলেন, ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়। কারণ, অনেকের নামই তো মিলে যায়। আমাদের দেখতে হবে তিনি আমাদের নাগরিক কি না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে

প্রকাশের সময় : ০৯:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কি? এমন প্রশ্নে ভারপ্রাপ্ত সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়। দেশের বাইরে, সেটা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।

দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, সে ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। তাহলে সেটা সম্ভব হবে।

ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি, তোমরা এটা প্রশ্রয় দিও না। এটা সব সময়ে বলছি। তবে আমরা আলাদা করে, তাদের ওইভাবে বলি না, ইন জেনারেলি বলি, যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী তাদের তোমরা প্রশ্রয় দিও না।

ভারত থেকে প্রতিনিয়ত পুশ ইন করা হচ্ছে। তাদের ভারতের তালিকা অনুযায়ী পুশ ইন করা হচ্ছে কি না জানতে চাইলে রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদের পুশ ইন করা হচ্ছে, তারা ওই তালিকায় আছেন কি না, যাচাই বাছাই করে দেখতে হবে। তার আগে এটা নিয়ে নির্দিষ্ট কোনো কিছু বলা যাবে না। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও বলেন, ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়। কারণ, অনেকের নামই তো মিলে যায়। আমাদের দেখতে হবে তিনি আমাদের নাগরিক কি না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম।