নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নিজাম উদ্দিন, নজরুল ইসলাম ও মো. করিম। তাঁদের মধ্যে নিজাম উদ্দিন মসজিদের ইমাম, নজরুল মুয়াজ্জিন ও করিম ইউনিয়ন যুবলীগের সদস্য। গতকাল রাত আটটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সোয়া পাঁচটার দিকে সাতবাড়িয়া এলাকার প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে আয়োজন করা হয় এই দোয়া ও মিলাদ মাহফিলের। ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। আটক ইমাম-মুয়াজ্জিন দোয়া মাহফিলটি পরিচালনা করেছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের এই কর্মসূচির প্রতিবাদে রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোয়া মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মামলার প্রস্তুতি নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।