Dhaka সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শুধু সংস্কার করলে হবে না, শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক : 

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শুধু সংস্কার করলে হবে না, শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে।

সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা গত ৮-৯ দিন থেকে যেভাবে প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। আগামী দিনে যেন এ আন্দোলন আর না করতে হয়, সেজন্য পূর্ণ জাতীয়করণের কথাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কারণ মর্যাদার জায়গায় আপনাদের আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন। শিক্ষাকে আধুনিকীকরণের জন্য আপনারা কাজ করছেন। আপনারা আমাদের শিক্ষাগুরু। আপনাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করলাম।

তিনি বলেন, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে। তবে এখন এমন কোনও কাজ করা যাবে না, যেখানে মানুষের যেন ক্ষতি না হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১২ তারিখ থেকে আজ পর্যন্ত কথা, আন্দোলন, আবেদন ও নিবেদনে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যা বলেছেন, তার ওপরই বিএনপি বক্তব্য দিয়েছে। সবাই অবহিত হয়েছি। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নীতিগতভাবে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। কিছু কথা বক্তব্য-বিবৃতিতে অবহিত হয়েছেন।

শিক্ষকদের দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বেশি গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আপনাদের সামাজিক মর্যাদা আমরা অনুভব করেছি, গুরুত্ব দিয়েছি। রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারেক রহমান ও মহাসচিব অবহিত করেছেন। তারা পরিষ্কারভাবে বক্তব্য-বিবৃতি দিয়েছেন। মহাসচিবের সঙ্গে বৈঠক করছেন। রাষ্ট্র, রাজনীতি সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না। সব নাগরিক সুবিধা দিলেই সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের অবস্থানে (আস্থায়) আসার সুযোগ পেলে বিএনপি থেকে শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এ সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম।

শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে উল্লেখ করে এ্যানি বলেন, ইতিমধ্যে তারেক রহমান আন্দোলনের আগেই নির্বাচন ও এর মাধ্যমে দায়িত্বশীল দল হিসেবে সুযোগ পেলে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনসহ শিক্ষাকে সম্পূর্ণভাবে জাতীয়করণ করবেন বলেছেন। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম। শিক্ষকদের এতদিন আন্দোলন করার কথা ছিল না।

বিএনপির এ নেতা আরও বলেন, শিক্ষকদের বার বার রাস্তায় নামতে হয়। আগামীদিন যেন আন্দোলন করতে না হয়, সে জন্য পূর্ণ জাতীয়করণ করার কথাই পুনর্ব্যক্ত করছি। মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, কষ্ট করছেন।

রোববার (১৯ অক্টোবর) বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এই প্রজ্ঞাপন প্রত্যাখান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন তারা। একই চলছে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন।

৯ম দিনের মতো এই অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।

এদিকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগামী সংসদে কারা যাবে, তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি : সারজিস আলম

শুধু সংস্কার করলে হবে না, শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে : এ্যানি

প্রকাশের সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শুধু সংস্কার করলে হবে না, শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে।

সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা গত ৮-৯ দিন থেকে যেভাবে প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। আগামী দিনে যেন এ আন্দোলন আর না করতে হয়, সেজন্য পূর্ণ জাতীয়করণের কথাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কারণ মর্যাদার জায়গায় আপনাদের আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন। শিক্ষাকে আধুনিকীকরণের জন্য আপনারা কাজ করছেন। আপনারা আমাদের শিক্ষাগুরু। আপনাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করলাম।

তিনি বলেন, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়ি ভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে। তবে এখন এমন কোনও কাজ করা যাবে না, যেখানে মানুষের যেন ক্ষতি না হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১২ তারিখ থেকে আজ পর্যন্ত কথা, আন্দোলন, আবেদন ও নিবেদনে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যা বলেছেন, তার ওপরই বিএনপি বক্তব্য দিয়েছে। সবাই অবহিত হয়েছি। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নীতিগতভাবে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। কিছু কথা বক্তব্য-বিবৃতিতে অবহিত হয়েছেন।

শিক্ষকদের দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বেশি গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আপনাদের সামাজিক মর্যাদা আমরা অনুভব করেছি, গুরুত্ব দিয়েছি। রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারেক রহমান ও মহাসচিব অবহিত করেছেন। তারা পরিষ্কারভাবে বক্তব্য-বিবৃতি দিয়েছেন। মহাসচিবের সঙ্গে বৈঠক করছেন। রাষ্ট্র, রাজনীতি সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না। সব নাগরিক সুবিধা দিলেই সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের অবস্থানে (আস্থায়) আসার সুযোগ পেলে বিএনপি থেকে শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এ সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম।

শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে উল্লেখ করে এ্যানি বলেন, ইতিমধ্যে তারেক রহমান আন্দোলনের আগেই নির্বাচন ও এর মাধ্যমে দায়িত্বশীল দল হিসেবে সুযোগ পেলে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনসহ শিক্ষাকে সম্পূর্ণভাবে জাতীয়করণ করবেন বলেছেন। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম। শিক্ষকদের এতদিন আন্দোলন করার কথা ছিল না।

বিএনপির এ নেতা আরও বলেন, শিক্ষকদের বার বার রাস্তায় নামতে হয়। আগামীদিন যেন আন্দোলন করতে না হয়, সে জন্য পূর্ণ জাতীয়করণ করার কথাই পুনর্ব্যক্ত করছি। মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, কষ্ট করছেন।

রোববার (১৯ অক্টোবর) বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এই প্রজ্ঞাপন প্রত্যাখান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন তারা। একই চলছে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন।

৯ম দিনের মতো এই অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।

এদিকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।