বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই আহত হয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে দুই পায়ের ছবি দিয়ে অভিনেত্রী বলেন, আজ (বুধবার) শুটিংয়ের সময় একটি পালানোর দৃশ্য করতে গিয়ে লাইট স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই। যদিও খুব গুরুতর কিছু নয় আশা করি। আমাকে আপনার প্রার্থনায় রাখুন যাতে আমি এই ব্যস্ত সময়ে ঠিকভাবে কাজ করতে পারি এবং আমার দায়িত্ব পালন করতে পারি। আমি চাই না যে, আমার কারণে কারও কাজের ক্ষতি হোক। আশা করি, আপাতত ব্যথানাশক ওষুধ আমাকে সুস্থ করে তুলবে।
দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে সুনেরাহ বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম। ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তবে খুব একটা ব্যথা করেনি। কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে। যদিও দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুনেরাহ বিনতে কামাল অভিনীত প্রথম সিনেমা ছিল ‘ন ডরাই’। এই ছবির মাধ্যমেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নজর কেড়েছিলেন। এরপর ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন আরও একাধিক সিনেমায়, যেখানে তার অভিনয় পেয়েছে প্রশংসা ও আলোচনার কেন্দ্রস্থল।
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় তাকে দেখা যায় শিহাব শাহীনের পরিচালনায়। এখানে সহশিল্পী হিসেবে ছিলেন আফরান নিশো ও তমা মির্জা। নিশোর পাশাপাশি সুনেরাহ’র চরিত্রটিও বেশ আলোচনায় আসে।
এছাড়া কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাতেও ছিলেন সুনেরাহ। যদিও সেখানে তার উপস্থিতি ছিল ছোট, তবে সংক্ষিপ্ত উপস্থিতিতেই তিনি দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন।