Dhaka বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং সেটের অগ্নিদগ্ধের দৃশ্য নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর শুটিং সেটে অগ্নিদগ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিম যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

আগামী ১১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘নূর’ সিনেমাটি। এছাড়াও নতুন সিনেমার শুটিং করেছেন- এমন খবরও মেলে একটি দুর্ঘটনার ভিডিও ভাইরালের পর। সে সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরিফিন শুভ। তাই সমসাময়িক নানা কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই নায়ক।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি বেশ আহত হয়েছেন।

এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন আরিফিন শুভ। বলেন, হ্যাঁ, আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে, কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে চলছিল গোপনীয়তা। এই প্রসঙ্গে শুভ বলেন, আমি তো শুধু সিনেমার শিল্পী। প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

শুটিং সেটের অগ্নিদগ্ধের দৃশ্য নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ

প্রকাশের সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক :

সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর শুটিং সেটে অগ্নিদগ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিম যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

আগামী ১১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘নূর’ সিনেমাটি। এছাড়াও নতুন সিনেমার শুটিং করেছেন- এমন খবরও মেলে একটি দুর্ঘটনার ভিডিও ভাইরালের পর। সে সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরিফিন শুভ। তাই সমসাময়িক নানা কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই নায়ক।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি বেশ আহত হয়েছেন।

এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন আরিফিন শুভ। বলেন, হ্যাঁ, আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে, কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে চলছিল গোপনীয়তা। এই প্রসঙ্গে শুভ বলেন, আমি তো শুধু সিনেমার শিল্পী। প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি।