বিনোদন ডেস্ক :
বলিউড ভাইজান সালমান খান শনিবারই (১৩ মে) কলকাতায় শো করেছেন। মুম্বাইতে ফিরেই চলতি সপ্তাহে ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল। এই পর্বেই তার সঙ্গে শুটিং করার কথা আরেক খান শাহরুখের। কিন্তু এই মধ্যে বিপত্তি। চোট পেয়েছেন বলিউড ভাইজান।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য দর্শকদের সঙ্গে শেয়ার করেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন তিনি। খালি গা। তবে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেতার পিঠে সাঁটা বিশেষ টেপ। সাধারণত শরীরের কোথাও চোট লাগলে চিকিৎসকের পরামর্শে রোগীরা এই ধরনের টেপ ব্যবহার করেন। সঙ্গে সালমানের লেখা ক্যাপশনটিও অনেকের চোখে পড়েছে।
‘দাবাং’ অভিনেতা লিখেছেন, যখন কেউ ভাবে যে সে সারা পৃথিবীর ওজন তার কাঁধে তুলে নিয়েছে, তখন আমি বলি, আগে পাঁচ কিলোর ডাম্বল তুলে দেখাও। সঙ্গে লিখেছেন, টাইগার আহত।
সালমানের এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কেউ লিখেছেন, ‘কী হয়েছে আপনার? দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ কারও মতে, ‘আহত বাঘ সব থেকে ভয়ংকর।’ কেউ বলছেন, আহত হলেও বাঘের পরিচিতি বদলে যায় না। বাধা এলেও ‘টাইগার ৩’ ব্লকবাস্টার হতে যাচ্ছে বলে তাদের অভিমত।
সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্য অনুসারে, মাড আইল্যান্ডে শুট করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। কাঁধে চোট পান সালমান। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তবে চিন্তার রেশ কাটেনি ভাইজান ভক্তদের। বলিউড সুপারস্টারের পোস্টে একের পর এক মন্তব্য আসছে তার সুস্থতা কামনায়। কেউ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। আবার কারো মন্তব্য, আহত বাঘ সব থেকে বেশি ভয়ংকর।
এ বছর নভেম্বরেই মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। একটি বিশেষ চরিত্রে ক্যামিও দেবেন বলিউড বাদশাহ শাহরুখ খান।