Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার ঢাকায় সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া’র প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।

দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে দাবি করে এর প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।

সমাবেশের অনুমতি চেয়ে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এ বি এম এ রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১৫ সেপ্টম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু বলেন, সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে রোববার দুদকের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কোতোয়ালি ও শাহজাহানপুরের দুই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের কর্মসূচি কি না, তা এখনও জানেন না এই আন্দোলনের শরিক দলের নেতারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির (দফতরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশটি হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। বিকাল ৩টায় সমাবেশ শুরু হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

শুক্রবার ঢাকায় সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

প্রকাশের সময় : ১২:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া’র প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।

দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে দাবি করে এর প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।

সমাবেশের অনুমতি চেয়ে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এ বি এম এ রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১৫ সেপ্টম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু বলেন, সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে রোববার দুদকের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কোতোয়ালি ও শাহজাহানপুরের দুই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের কর্মসূচি কি না, তা এখনও জানেন না এই আন্দোলনের শরিক দলের নেতারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির (দফতরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশটি হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। বিকাল ৩টায় সমাবেশ শুরু হবে।