আন্তর্জাতিক ডেস্ক :
রোবাবর (৯ এপ্রিল) একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে বৌদ্ধ ধর্মগুরু দালাইলামাকে দেখা গিয়েছিল, একটি বছর ৬-৭ বয়সের শিশুকে কাছে ডেকে তার জিভ চুষে দিতে বলছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিতর্কের ঝড় ওঠে। শেষ পর্যন্ত এ নিয়ে ক্ষমা চাইলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ধর্মগুরু দালাইলামা।
দালাইলামার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে ঘটনার বিষয় ক্ষমাপ্রার্থনা করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ১১.৫৭ মিনিটে করা ওই পোস্টে লেখা হয়েছে, একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ছড়িয়ে পড়েছিল, যেখানে একটি শিশু দালাইলামাকে জিজ্ঞেস করেছিল, সে তাকে জড়িয়ে ধরতে পারে কিনা। দালাই লামা ছেলেটি, তার পরিবার এবং বিশ্বজুড়ে তার সমস্ত বন্ধুদের আঘাত দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। উনি অনেক সময়ই সকলের এবং ক্যামেরার সামনেই নিষ্পাপ মনে, মজা করেন। এই ঘটনায় উনি অনুতপ্ত।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক খুদে ভক্তের ঠোঁটে ঠোঁটে রেখে চুমু খাচ্ছেন দালাইলামা। তারপর তিনি শিশুটিকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমার জিভটা চুষে দেবে?’ এরপর জিভ বের করে ছেলেটির দিকে মুখ এগিয়ে নেন।
রোববার (৯ এপ্রিল) ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তিব্বতের এই বর্ষীয়ান ধর্মগুরুকে নিয়ে নিন্দার ঝড় ওঠে। কেউ কেউ বিষয়টিকে শিশুটির প্রতি যৌন নিগ্রহ বলে দাবি করেছিলেন। অনেকেই নোবেলজয়ী আধ্যাত্মিক গুরুকে সরাসরি ‘পেডোফিল’ বলে দেগে দিয়েছিলেন। সেই বিতর্কে রাশ টানতে শেষমেশ ক্ষমা চাইলেন দালাইলামা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ফুটেজ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শিশুটির প্রতি দালাই লামার এমন আচরণকে অসঙ্গত এবং বিরক্তিকর বলে মন্তব্য করেন।
Why is the Dalai Lama fondling this young boy and asking him to “suck his tongue”? pic.twitter.com/cZWHfbgTAd
— Stew Peters (@realstewpeters) April 9, 2023
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ধর্মশালায় দালাই লামার মন্দিরে ওই ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
রিয়েল এস্টেট কোম্পানি এমথ্রিএম গ্রুপের জনকল্যাণে কাজ করা সংস্থা এমথ্রিএম ফাউন্ডেশন ধর্মশালায় দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিল। ওই কর্মসূচিতে প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে এই শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দালাই লামা।
গর্ত মার্চে সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ওই অনুষ্ঠানের ছবি এবং ভিডিও প্রকাশ করে। একটি ভিডিওতে ওই কিশোর দালাই লামাকে আলিঙ্গন করতে পারবে কি-না তা জানতে চায়। জবাবে আধ্যাত্মিক এই নেতা তার গালের দিকে চুম্বনের ইঙ্গিত করে বলেন, ‘প্রথমে এখানে’ এবং ছেলেটি তার গালে চুম্বন করে। পরে তাকে আলিঙ্গনও করে।
এরপর কিশোরের হাত ধরে নিজের ঠোঁট নড়াচড়া করে দালাই লামা বলেন, ‘আমি ভাবছি এখানেও’ এবং ছেলেটির ঠোঁটে চুম্বন করেন তিনি।
ওই কিশোরের কপালের কাছে নিজের কপাল এগিয়ে নিয়ে জিহ্বা বের করার আগে বলেন, আমার জিহ্বা চুষে দাও।’ দালাই লামার এমন আবদারে অনুষ্ঠানে উপস্থিত লোকজন হেসে ওঠে। পরে দালাই লামা জিহ্বা বের করে দেয়। ওই কিশোর কিছুটা ইতস্তত বোধ করলেও দালাই লামার নির্দেশ মতো জিহ্বা চুষতে ঝুঁকে যায়। এরপর কিশোর মুখ সরিয়ে নেয় এবং দালাই লামাও তাই করেন।
চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানে অংশ নেওয়ার পর ১৯৫৯ সাল থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিব্বতি বৌদ্ধদের প্রধান ভিক্ষু ও আধ্যাত্মিক নেতা দালাই লামা।
এর আগে, ২০১৯ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আধ্যাত্মিক এই নেতা বলেছিলেন, ভবিষ্যতে কোনও নারী যদি দালাই লামা হন, তাহলে তাকে আকর্ষণীয় হতে হবে। তার এমন মন্তব্যের পর ওই সময় ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে দালাই লামার কার্যালয় সেই সময়ও বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করে। সূত্র: বিবিসি।