Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘শিরোনামহীন’, তারা তিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় তিন তারকা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো। তারা প্রথমবারের মতো একই ফ্রেমে বন্দি হয়েছেন। তাদের তিনজনের এমনই একটি মুহূর্তের ছবি শুক্রবার ( ৯ জুন) দুপুর ১টার দিকে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে পোস্ট করেছেন।

চঞ্চল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শিরোনামহীন’। স্ট্যাটাসে এর বেশি কিছু লেখেনি তিনি। ছবির ও স্ট্যাটাসের সূত্র ধরে চঞ্চলের কাছে যোগাযোগ করা হয়। হয়তো ক্যাপশন দেওয়ার মতো কিছু খুঁজে পাননি বলেই এমনটা লিখেছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আমরা তিনজন মিলে একটি বিজ্ঞাপনের শুটিং করছি। এখনো এর কাজ চলছে। ঢাকায় এর শুটিং হচ্ছে। আশা করছি এটি ভালো একটি কাজ হবে।

কোন ধরনের কাজের শুটিং এ বিষয়য়ে চঞ্চলের কাছে বিস্তারতি জানতে চাইলে তিনি বলেন, এটির শুটিং শেষ হলে এর কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। আমি এখন এর চেয়ে বেশি কিছু বলেতে পারছি না।

যে ছবিতে মোশাররফ, চঞ্চল ও নিশোর মতো তারকার উপস্থিতি, সেটা যে মুহূর্তেই সোশ্যাল প্ল্যাটফর্মে ঝড় তুলবে, তা সহজেই অনুমেয়। মাত্র একঘণ্টায় চঞ্চলের ফেসবুক পেজে ৩৬ হাজার এবং প্রোফাইলে ২৪ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার। এছাড়া শোবিজভিত্তিক বিভিন্ন পেজ-গ্রুপে ছবিটি নিয়ে চর্চায় মেতে উঠেছেন ভক্তরা।

অন্যদিকে চঞ্চল চৌধুরীর এই ছবি ও স্ট্যাটাসে মন্তব্য করে অভিনত্রেী শাহনাজ খুশি লেখেন, ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক, কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি একজায়গায়! বাপ রে বাপ! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে! ফান করা শেষ! সত্যিই আমি গুণ মুগ্ধ তোমাদের।তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা।

এদিকে তিন তারকার এই ছবি দেখে শুধু ভক্তরাই নয়, মুগ্ধতায় ভাসছেন অন্য তারকারাও। এমনকি কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও মন্তব্য করার আগ্রহ সামলাতে পারলেন না। চঞ্চলের পোস্টের নিচে বললেন, ‘আপনাদের জয় হোক’। সঙ্গে তিনটি হার্ট ইমোজি।

মোশাররফ, চঞ্চল ও নিশো তিন জনই টিভি পর্দার সফল এবং দাপুটে শিল্পী। এছাড়া সাম্প্রতিক সময়ে ওটিটির সুবাদে তারা নিজেদের নিয়ে গেছেন আরও উঁচুতে। দেশ ছাড়িয়ে ভারতেও নিয়মিত হচ্ছে তাদের জয়গান। ‘মহানগর’ দিয়ে মোশাররফ করিম, ‘কারাগার’ দিয়ে চঞ্চল এবং ‘কাইজার’ দিয়ে নিশো কলকাতায় বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। যেটা টলিউড তারকাদের জন্য নিঃসন্দেহে ঈর্ষণীয় ব্যাপার। সেই ঈর্ষার দেয়াল টপকে ঋত্বিক যে ভালোবাসা জানালেন, তা নিখাদ শিল্পের সৌন্দর্য ফুটিয়ে তুললো।

চঞ্চল-মোশাররফ-নিশোর এই ছবি দেখে ঢাকার অনেক শিল্পী, তারকা মুগ্ধতা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন রুনা খান, কাজী নওশাবা আহমেদ, শাহনাজ খুশিসহ অনেকে।

খুশি লেখেন, ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক/কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি এক জায়গায়! বাপ রে বাপ?! বাংলাদেশ কেমন যেন কাৎ হয়ে গেল মনে হচ্ছে!

এরপর এই অভিনেত্রী আরও বলেন, ফান করা শেষ!! সত্যিই আমি গুণমুগ্ধ তোমাদের। তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা।

প্রসঙ্গত, এ বছরই টলিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের। সৃজিত মুখার্জির নির্মাণে ‘পদাতিক’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এটি কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক। অন্যদিকে আফরান নিশোর অভিষেক হচ্ছে সিনেমায়। রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছেন এই তারকা। অন্যদিকে গেলো এপ্রিলে ‘মহানগর ২’ সিরিজ দিয়ে বাজিমাত করে আপাতত কিছু টিভি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন মোশাররফ করিম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

‘শিরোনামহীন’, তারা তিন

প্রকাশের সময় : ০৮:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় তিন তারকা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো। তারা প্রথমবারের মতো একই ফ্রেমে বন্দি হয়েছেন। তাদের তিনজনের এমনই একটি মুহূর্তের ছবি শুক্রবার ( ৯ জুন) দুপুর ১টার দিকে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে পোস্ট করেছেন।

চঞ্চল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শিরোনামহীন’। স্ট্যাটাসে এর বেশি কিছু লেখেনি তিনি। ছবির ও স্ট্যাটাসের সূত্র ধরে চঞ্চলের কাছে যোগাযোগ করা হয়। হয়তো ক্যাপশন দেওয়ার মতো কিছু খুঁজে পাননি বলেই এমনটা লিখেছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আমরা তিনজন মিলে একটি বিজ্ঞাপনের শুটিং করছি। এখনো এর কাজ চলছে। ঢাকায় এর শুটিং হচ্ছে। আশা করছি এটি ভালো একটি কাজ হবে।

কোন ধরনের কাজের শুটিং এ বিষয়য়ে চঞ্চলের কাছে বিস্তারতি জানতে চাইলে তিনি বলেন, এটির শুটিং শেষ হলে এর কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। আমি এখন এর চেয়ে বেশি কিছু বলেতে পারছি না।

যে ছবিতে মোশাররফ, চঞ্চল ও নিশোর মতো তারকার উপস্থিতি, সেটা যে মুহূর্তেই সোশ্যাল প্ল্যাটফর্মে ঝড় তুলবে, তা সহজেই অনুমেয়। মাত্র একঘণ্টায় চঞ্চলের ফেসবুক পেজে ৩৬ হাজার এবং প্রোফাইলে ২৪ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার। এছাড়া শোবিজভিত্তিক বিভিন্ন পেজ-গ্রুপে ছবিটি নিয়ে চর্চায় মেতে উঠেছেন ভক্তরা।

অন্যদিকে চঞ্চল চৌধুরীর এই ছবি ও স্ট্যাটাসে মন্তব্য করে অভিনত্রেী শাহনাজ খুশি লেখেন, ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক, কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি একজায়গায়! বাপ রে বাপ! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে! ফান করা শেষ! সত্যিই আমি গুণ মুগ্ধ তোমাদের।তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা।

এদিকে তিন তারকার এই ছবি দেখে শুধু ভক্তরাই নয়, মুগ্ধতায় ভাসছেন অন্য তারকারাও। এমনকি কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও মন্তব্য করার আগ্রহ সামলাতে পারলেন না। চঞ্চলের পোস্টের নিচে বললেন, ‘আপনাদের জয় হোক’। সঙ্গে তিনটি হার্ট ইমোজি।

মোশাররফ, চঞ্চল ও নিশো তিন জনই টিভি পর্দার সফল এবং দাপুটে শিল্পী। এছাড়া সাম্প্রতিক সময়ে ওটিটির সুবাদে তারা নিজেদের নিয়ে গেছেন আরও উঁচুতে। দেশ ছাড়িয়ে ভারতেও নিয়মিত হচ্ছে তাদের জয়গান। ‘মহানগর’ দিয়ে মোশাররফ করিম, ‘কারাগার’ দিয়ে চঞ্চল এবং ‘কাইজার’ দিয়ে নিশো কলকাতায় বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। যেটা টলিউড তারকাদের জন্য নিঃসন্দেহে ঈর্ষণীয় ব্যাপার। সেই ঈর্ষার দেয়াল টপকে ঋত্বিক যে ভালোবাসা জানালেন, তা নিখাদ শিল্পের সৌন্দর্য ফুটিয়ে তুললো।

চঞ্চল-মোশাররফ-নিশোর এই ছবি দেখে ঢাকার অনেক শিল্পী, তারকা মুগ্ধতা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন রুনা খান, কাজী নওশাবা আহমেদ, শাহনাজ খুশিসহ অনেকে।

খুশি লেখেন, ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক/কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি এক জায়গায়! বাপ রে বাপ?! বাংলাদেশ কেমন যেন কাৎ হয়ে গেল মনে হচ্ছে!

এরপর এই অভিনেত্রী আরও বলেন, ফান করা শেষ!! সত্যিই আমি গুণমুগ্ধ তোমাদের। তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা।

প্রসঙ্গত, এ বছরই টলিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের। সৃজিত মুখার্জির নির্মাণে ‘পদাতিক’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এটি কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক। অন্যদিকে আফরান নিশোর অভিষেক হচ্ছে সিনেমায়। রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছেন এই তারকা। অন্যদিকে গেলো এপ্রিলে ‘মহানগর ২’ সিরিজ দিয়ে বাজিমাত করে আপাতত কিছু টিভি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন মোশাররফ করিম।