Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে আগুনে পুড়ে ছাই ১১ ঘর

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের শিবচরে ভয়াবহ আগুনের ঘটনায় বসতঘরসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই জলিল শিকদারের বসতঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আনোয়ার শিকদারের নগদ ৬ লাখ টাকা, ২টি বসতঘরসহ ৩টি ঘর, রব শিকদারের বসতঘরসহ ২টি ঘর, জলিল শিকদারের বসতঘরসহ ২টি ঘর, মিন্টু শিকদারের বসতঘরসহ ২টি ঘর, সুজাত শিকদারের বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৫টি পরিবারের ১১টি ঘর, দামি মালামাল, কবুতর, হাঁস-মুরগী পুড়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য মতে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। সময়মতো পানি সরবরাহ করতে পারায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে।

মাদারীপুর শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্যমতে— প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

শিবচরে আগুনে পুড়ে ছাই ১১ ঘর

প্রকাশের সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের শিবচরে ভয়াবহ আগুনের ঘটনায় বসতঘরসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই জলিল শিকদারের বসতঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আনোয়ার শিকদারের নগদ ৬ লাখ টাকা, ২টি বসতঘরসহ ৩টি ঘর, রব শিকদারের বসতঘরসহ ২টি ঘর, জলিল শিকদারের বসতঘরসহ ২টি ঘর, মিন্টু শিকদারের বসতঘরসহ ২টি ঘর, সুজাত শিকদারের বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৫টি পরিবারের ১১টি ঘর, দামি মালামাল, কবুতর, হাঁস-মুরগী পুড়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য মতে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। সময়মতো পানি সরবরাহ করতে পারায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে।

মাদারীপুর শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্যমতে— প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।