মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার নামকস্থানে সড়কের ঢাকাগামী লেনে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাস। শিবচরের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশে খাদে পরে। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানা ওসি জহিরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রী ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।