Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব

পাবনা জেলা প্রতিনিধি : 

খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ঢালার চরের খাস চরে একটি সমাবেশে তিনি এ কথা জানান।

দুই সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু, জ্বালানি ব্যয় ও সময় হ্রাস, বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন যাচাই করতে কাজীরহাট ফেরিঘাট-খয়েরচরে রেল সংযোগ, সংশ্লিষ্ট সড়ক উদ্বোধন ও ঢালারচর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পসহ বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন বলেন, আমরা প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষের দাবি ও অভিজ্ঞতা সরকারের নীতি নির্ধারণী মহলে উপস্থাপন করা হবে। এখানে অনেক আশার আলো রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, এ ধরনের প্রকল্প জনগণের উন্নয়ন নিশ্চিত করবে ও দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনের আগে পাবনা-কাজীরহাট-দৌলতদিয়া দ্বিতীয় যমুনা সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষের মধ্যে করা সেই প্রতিশ্রুতি এলাকার মানুষ মনে রেখে এখনও আশায় বুক বেঁধে আছে। আমরা মানুষের প্রত্যাশার কথা সরকারের কাছে তুলে ধরতে সরেজমিনে পরিদর্শনের অনুরোধ করেছি। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানুষের পালস বুঝে কর্তৃপক্ষের কাছে তাদের প্রস্তাবনা তুলে ধরবে।

পাবনার বেড়া উপজেলার খয়েরেরচর, ঢালারচর ও কাজীরহাটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় পাবনা আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব

প্রকাশের সময় : ১২:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

পাবনা জেলা প্রতিনিধি : 

খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ঢালার চরের খাস চরে একটি সমাবেশে তিনি এ কথা জানান।

দুই সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু, জ্বালানি ব্যয় ও সময় হ্রাস, বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন যাচাই করতে কাজীরহাট ফেরিঘাট-খয়েরচরে রেল সংযোগ, সংশ্লিষ্ট সড়ক উদ্বোধন ও ঢালারচর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পসহ বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন বলেন, আমরা প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষের দাবি ও অভিজ্ঞতা সরকারের নীতি নির্ধারণী মহলে উপস্থাপন করা হবে। এখানে অনেক আশার আলো রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, এ ধরনের প্রকল্প জনগণের উন্নয়ন নিশ্চিত করবে ও দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনের আগে পাবনা-কাজীরহাট-দৌলতদিয়া দ্বিতীয় যমুনা সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষের মধ্যে করা সেই প্রতিশ্রুতি এলাকার মানুষ মনে রেখে এখনও আশায় বুক বেঁধে আছে। আমরা মানুষের প্রত্যাশার কথা সরকারের কাছে তুলে ধরতে সরেজমিনে পরিদর্শনের অনুরোধ করেছি। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানুষের পালস বুঝে কর্তৃপক্ষের কাছে তাদের প্রস্তাবনা তুলে ধরবে।

পাবনার বেড়া উপজেলার খয়েরেরচর, ঢালারচর ও কাজীরহাটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় পাবনা আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।