Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই ওমানের ভিসা খুলে দেওয়ার প্রত্যাশা প্রতিমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যেসব বাংলাদেশি ওমানের ভিসা পেয়েছেন তারা দেশটিতে যেতে পারবেন। আর দেশটি বাংলাদেশের জন্য যে ভিসা স্থগিত করেছে, তা শিগগির খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, আমরা তাদের (ওমান) কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি, খুব শিগগির তাদের দেশ আমাদের জন্য খুলে দেবেন। কিন্তু খুলে দেওয়ার আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন, তারা যেতে পারবেন, অসুবিধা নেই। ওমান যে বাংলাদেশের ভিসা স্থগিত করেছে, এটি অস্থায়ী। এর আগে দক্ষিণ এশিয়ার আরেকটি রাষ্ট্রের বিরুদ্ধে করা হয়েছিল, মাস দুয়েক পরে তা খুলে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ওমানে বিদেশি শ্রম জনসংখ্যা যা তার অর্ধেক হলো বাংলাদেশি। যেকোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে। ওখানে কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্থভোগীরা অপব্যবহার করেছে। বিশেষ করে সাধারণ মানুষের সীমিত সম্পদ অপব্যবহার করে মধ্যস্বত্বভোগীরা বাংলাদেশকে এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন, যাতে আমাদের দুর্নাম হয়ে যেতে পারে। যেটা আমরা কখনই চাই না। জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে বিদেশ যায় সাধারণ মানুষ। আর তাদের কাছ থেকে টাকা নেয় মধ্যস্বত্বভোগীরা। ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য বার্তা থাকবে অবশ্যই কাগজপত্র যাচাই-বাছাই করে চাকরি নিশ্চিত করে যাবেন।

কূটনীতিকদের ভিসা এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ওমানের ভিসা স্থগিত প্রক্রিয়া থাকছে না বলে জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হবে না। যদি কোনো ব্যবসায়ীর মনে হচ্ছে, তাদের যেতে সমস্যা হচ্ছে—তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সংবাদ সম্মেলনে এর আগে বক্তব্য রাখেন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওমানে ভিসা স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টা খুব আকস্মিক। আমাদের দূতাবাসকেও আগে জানায়নি। হঠাৎ করেই এ ঘোষণাটা এসেছে। তবে এসব ব্যাপারে আগেও অনেক দেশকে দিয়েছে, কদিন পরে ভিসা দেওয়া শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর ১ লাখের বেশির কর্মী গেছে। এদের অনেক আদম ব্যবসায়ী পাঠিয়ে দিয়েছে। ঠিকমতো চাকরির ব্যবস্থা করেনি। এসব দুর্ঘটনার কারণে হয়তো ওরা বন্ধ করেছে। এটা চিরস্থায়ী না। আমরা ওদের সঙ্গে আলোচনা করছি।

এসময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে না যাওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, টাকা খরচ করে বিদেশ গিয়ে কাজ না পাওয়া অগ্রহণযোগ্য।

আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসির নারী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওমরাহ করবেন সরকারপ্রধান। সফরে দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পাবে শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যু বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের জেদ্দায় আগামী ৫-৮ নভেম্বর ইসলামী সহযোগী সংস্থা ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে ‘ইসলামে নারী : মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা সফর করবেন।

মোমেন বলেন, সম্মেলনে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলাম যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা হবে। ইসলামী শিক্ষা ও মর্যাদা যে নারীর মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে সে দিকেও আলোকপাত করা হবে। একইসঙ্গে ইসলামের সূচনা লগ্ন হতে মুসলিম নারীরা সম্মানের সঙ্গে যে অবদান রেখেছেন তা তুলে ধরা হবে। বিশ্বের ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া হতে মুসলিম নারীদের কিভাবে রক্ষা করা যায় তা আলোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

মন্ত্রী জানান, সম্মেলনে মূলত ৫টি প্রতিপাদ্যের ওপর আলোচনা হবে। সম্মেলন শেষে ইসলামে নারীর অধিকারের সকল দিকে আলোচনা করে সম্মেলনে ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দা দলিল’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশিত হবে। ওই ফোরামে ইরান ও বেনিনের উপ-রাষ্ট্রপতি, স্বাগতিক সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীসহ অনেক মন্ত্রী, জাতিসংঘের উপ-মহাসচিব, আরব লীগের মহাসচিব, সৌদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশগ্রহণ করবেন। সম্মেলনে শিক্ষা ও কর্মক্ষেত্রে মুসলিম নারীর ক্ষমতায়ন নিয়ে বিশেষভাবে আলোচনা হবে। মুসলিম বিশ্বের মধ্যে নারী সরকার প্রধানদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে উল্লেখযোগ্য।

ড. মোমেন বলেন, ৬ নভেম্বর সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অন্যতম প্রধান বক্তা। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে তার সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরবেন। এছাড়াও প্রধানমন্ত্রী গাজায় ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি জানান, সম্মেলনের সাইড লাইনে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইনিশ খাজালি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ইসলামী সহযোগী সংস্থার মহাসচিব এবং ওআইসির নারী উন্নয়ন সংস্থার (ডব্লিউডিও) নির্বাহী পরিচালক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

মোমেন বলেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ- সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। বৈঠককালে সৌদি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও যৌথ বিনিয়োগ সংক্রান্ত বিষয়সমূহ গুরুত্ব পাবে।

সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী মক্কা শরীফে পবিত্র ওমরাহ পালন ও মদিনা শরীফে নবীর রওযা মোবারক যিয়ারত করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিগগিরই ওমানের ভিসা খুলে দেওয়ার প্রত্যাশা প্রতিমন্ত্রীর

প্রকাশের সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যেসব বাংলাদেশি ওমানের ভিসা পেয়েছেন তারা দেশটিতে যেতে পারবেন। আর দেশটি বাংলাদেশের জন্য যে ভিসা স্থগিত করেছে, তা শিগগির খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, আমরা তাদের (ওমান) কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি, খুব শিগগির তাদের দেশ আমাদের জন্য খুলে দেবেন। কিন্তু খুলে দেওয়ার আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন, তারা যেতে পারবেন, অসুবিধা নেই। ওমান যে বাংলাদেশের ভিসা স্থগিত করেছে, এটি অস্থায়ী। এর আগে দক্ষিণ এশিয়ার আরেকটি রাষ্ট্রের বিরুদ্ধে করা হয়েছিল, মাস দুয়েক পরে তা খুলে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ওমানে বিদেশি শ্রম জনসংখ্যা যা তার অর্ধেক হলো বাংলাদেশি। যেকোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে। ওখানে কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্থভোগীরা অপব্যবহার করেছে। বিশেষ করে সাধারণ মানুষের সীমিত সম্পদ অপব্যবহার করে মধ্যস্বত্বভোগীরা বাংলাদেশকে এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন, যাতে আমাদের দুর্নাম হয়ে যেতে পারে। যেটা আমরা কখনই চাই না। জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে বিদেশ যায় সাধারণ মানুষ। আর তাদের কাছ থেকে টাকা নেয় মধ্যস্বত্বভোগীরা। ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য বার্তা থাকবে অবশ্যই কাগজপত্র যাচাই-বাছাই করে চাকরি নিশ্চিত করে যাবেন।

কূটনীতিকদের ভিসা এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ওমানের ভিসা স্থগিত প্রক্রিয়া থাকছে না বলে জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হবে না। যদি কোনো ব্যবসায়ীর মনে হচ্ছে, তাদের যেতে সমস্যা হচ্ছে—তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সংবাদ সম্মেলনে এর আগে বক্তব্য রাখেন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওমানে ভিসা স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টা খুব আকস্মিক। আমাদের দূতাবাসকেও আগে জানায়নি। হঠাৎ করেই এ ঘোষণাটা এসেছে। তবে এসব ব্যাপারে আগেও অনেক দেশকে দিয়েছে, কদিন পরে ভিসা দেওয়া শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর ১ লাখের বেশির কর্মী গেছে। এদের অনেক আদম ব্যবসায়ী পাঠিয়ে দিয়েছে। ঠিকমতো চাকরির ব্যবস্থা করেনি। এসব দুর্ঘটনার কারণে হয়তো ওরা বন্ধ করেছে। এটা চিরস্থায়ী না। আমরা ওদের সঙ্গে আলোচনা করছি।

এসময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে না যাওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, টাকা খরচ করে বিদেশ গিয়ে কাজ না পাওয়া অগ্রহণযোগ্য।

আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসির নারী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওমরাহ করবেন সরকারপ্রধান। সফরে দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পাবে শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যু বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের জেদ্দায় আগামী ৫-৮ নভেম্বর ইসলামী সহযোগী সংস্থা ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে ‘ইসলামে নারী : মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা সফর করবেন।

মোমেন বলেন, সম্মেলনে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলাম যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা হবে। ইসলামী শিক্ষা ও মর্যাদা যে নারীর মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে সে দিকেও আলোকপাত করা হবে। একইসঙ্গে ইসলামের সূচনা লগ্ন হতে মুসলিম নারীরা সম্মানের সঙ্গে যে অবদান রেখেছেন তা তুলে ধরা হবে। বিশ্বের ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া হতে মুসলিম নারীদের কিভাবে রক্ষা করা যায় তা আলোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

মন্ত্রী জানান, সম্মেলনে মূলত ৫টি প্রতিপাদ্যের ওপর আলোচনা হবে। সম্মেলন শেষে ইসলামে নারীর অধিকারের সকল দিকে আলোচনা করে সম্মেলনে ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দা দলিল’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশিত হবে। ওই ফোরামে ইরান ও বেনিনের উপ-রাষ্ট্রপতি, স্বাগতিক সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীসহ অনেক মন্ত্রী, জাতিসংঘের উপ-মহাসচিব, আরব লীগের মহাসচিব, সৌদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশগ্রহণ করবেন। সম্মেলনে শিক্ষা ও কর্মক্ষেত্রে মুসলিম নারীর ক্ষমতায়ন নিয়ে বিশেষভাবে আলোচনা হবে। মুসলিম বিশ্বের মধ্যে নারী সরকার প্রধানদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে উল্লেখযোগ্য।

ড. মোমেন বলেন, ৬ নভেম্বর সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অন্যতম প্রধান বক্তা। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে তার সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরবেন। এছাড়াও প্রধানমন্ত্রী গাজায় ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি জানান, সম্মেলনের সাইড লাইনে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইনিশ খাজালি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ইসলামী সহযোগী সংস্থার মহাসচিব এবং ওআইসির নারী উন্নয়ন সংস্থার (ডব্লিউডিও) নির্বাহী পরিচালক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

মোমেন বলেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ- সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। বৈঠককালে সৌদি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও যৌথ বিনিয়োগ সংক্রান্ত বিষয়সমূহ গুরুত্ব পাবে।

সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী মক্কা শরীফে পবিত্র ওমরাহ পালন ও মদিনা শরীফে নবীর রওযা মোবারক যিয়ারত করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন উপস্থিত ছিলেন।