নিজস্ব প্রতিবেদক :
নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল সমৃদ্ধ চত্বর গড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। নগরের গুরুত্বপূর্ণ এ মোড়ে নির্মাণাধীন চত্বরে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানের ম্যুরালও। মেয়র রেজাউল দায়িত্ব গ্রহণের পরপরই শহরের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ বঙ্গবন্ধুর ম্যুরাল সমৃদ্ধ এ চত্বর।
মঙ্গলবার (৪ এপ্রিল) মেয়র দক্ষিণ মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের উন্নয়নকাজ পরিদর্শনে যান।
এ সময় মেয়র দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ডেইলপাড়া প্রাইমারি স্কুলের সামনের সড়কটি নিচু হওয়ায় জলমগ্ন থাকায় ১৫ দিনের মধ্যে দরপত্র আহ্বান করে রাস্তা সংস্কারের নির্দেশ দেন।
মেয়র আসন্ন বর্ষায় জলাবদ্ধতা হ্রাসে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ ও কাউন্সিলরকে দক্ষিণ মধ্যম হালিশহর ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডের জমে থাকা খাল ও নালা দ্রুত পরিষ্কারের কাজ শুরুর নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- চসিকের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।