Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আমানতে সিগারেটের প্যাকেটে মিললো ১৪টি স্বর্ণের বার

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে করে পাচারের সময় ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তাকর্মীদের ধারণা, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি ৯-৫২৬ ফ্লাইটে বিমানবন্দরে এসে থাকতে পারে। পরে সেগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, এয়ারপোর্টের কনভেনার বেল্টের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখে সেটি খুললে সেখান থেকে ২৪ ক্যারেটের ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন এক কেজি ৬০০ গ্রাম। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। বাজারে এসব স্বর্ণের আনুমানিকমূল্য এক কোটি ৪০ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালনা গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ‘বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী দুই নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

শাহ আমানতে সিগারেটের প্যাকেটে মিললো ১৪টি স্বর্ণের বার

প্রকাশের সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে করে পাচারের সময় ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তাকর্মীদের ধারণা, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি ৯-৫২৬ ফ্লাইটে বিমানবন্দরে এসে থাকতে পারে। পরে সেগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, এয়ারপোর্টের কনভেনার বেল্টের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখে সেটি খুললে সেখান থেকে ২৪ ক্যারেটের ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন এক কেজি ৬০০ গ্রাম। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। বাজারে এসব স্বর্ণের আনুমানিকমূল্য এক কোটি ৪০ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালনা গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ‘বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী দুই নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।’