Dhaka রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ না, শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় পৌঁছেছেন। ২০ সেপ্টেম্বর সানসিল্ক বাংলাদেশের আয়োজন করা এক ইভেন্টে অংশ নেওয়ার জন্য তিনি এসেছিলেন। অনুষ্ঠানে উপস্থাপক সৌমিক আহমেদ হানিয়াকে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড কিং শাহরুখ খানের মধ্যে একজন বেছে নেওয়ার জন্য বলেন। সেখানে শাকিব খানকে বেছে নেন এ পাকিস্তানি অভিনেত্রী। হানিয়া জানান, তিনি শাকিবের ভক্ত। শাকিব খানের স্টারডম ও পর্দায় তার ক্যারিশমা মুগ্ধ করে দেশ-বিদেশি সিনেমাপ্রেমীরা।

এদিকে ঢালিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের অভিনেত্রীকে। হানিয়া বাংলাদেশে আসার আগে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেশে সফরে আসার পর সিনেমার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

সূত্র জানায়, ‘‘প্রিন্স’-এ এতদিন শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল। কিন্তু এবার ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। এরইমধ্যে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কিছু জানাননি। কিছুদিনের মধ্যে তিনি ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেসময় ‘প্রিন্স’ নিয়ে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করবেন সংশ্লিষ্টদের সঙ্গে।’’

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সাড়াশি অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসীসহ গ্রেফতার ৪০

শাহরুখ না, শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির

প্রকাশের সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক : 

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় পৌঁছেছেন। ২০ সেপ্টেম্বর সানসিল্ক বাংলাদেশের আয়োজন করা এক ইভেন্টে অংশ নেওয়ার জন্য তিনি এসেছিলেন। অনুষ্ঠানে উপস্থাপক সৌমিক আহমেদ হানিয়াকে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড কিং শাহরুখ খানের মধ্যে একজন বেছে নেওয়ার জন্য বলেন। সেখানে শাকিব খানকে বেছে নেন এ পাকিস্তানি অভিনেত্রী। হানিয়া জানান, তিনি শাকিবের ভক্ত। শাকিব খানের স্টারডম ও পর্দায় তার ক্যারিশমা মুগ্ধ করে দেশ-বিদেশি সিনেমাপ্রেমীরা।

এদিকে ঢালিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের অভিনেত্রীকে। হানিয়া বাংলাদেশে আসার আগে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেশে সফরে আসার পর সিনেমার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

সূত্র জানায়, ‘‘প্রিন্স’-এ এতদিন শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল। কিন্তু এবার ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। এরইমধ্যে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কিছু জানাননি। কিছুদিনের মধ্যে তিনি ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেসময় ‘প্রিন্স’ নিয়ে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করবেন সংশ্লিষ্টদের সঙ্গে।’’