Dhaka রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখের জন্মদিন জমিয়ে দিল ‘কিং’-এর টিজার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড বাদশাহ শাহরুখ খান ৫৯টি বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা দিলেন। কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। বরং এখনো কিং খানকে ৩০ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো আগের মতোই তিনি রোমান্সে মাতেন রুপালি পর্দায়।

এদিকে অপেক্ষার পারদ চড়েছিল আগেই! শাহরুখ খানের জন্মদিনের রোববার (২ নভেম্বর) সকালে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে প্রকাশ্যে এল সেই টিজার।

১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিয়েছে।

টিজারটি পোস্ট করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে— ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।

টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায়, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনো জিজ্ঞেস করিনি।’ এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ানের সেই কিংবদন্তি ভঙ্গি।

ফার্স্ট লুকেই শাহরুখকে দেখা গেছে স্টাইলিশ উপস্থিতিতে। সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশ ম্যান।

টিজার দেখে ধারণা করা যাচ্ছে, ‘কিং’ হতে যাচ্ছে ফুল ফ্লেজড অ্যাকশন, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড।

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। সিনেমাটিতে শাহরুখ ছাড়া আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা। এ ছাড়া থাকছেন শাহরুখকন্যা সুহানা খান।

ভক্তরা অনুমান করেছিল যে, শাহরুখের জন্মদিনে প্রকাশ হতে পারে কিং টিজার। ঠিক তা-ই ঘটেছে, প্রথমবার প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির ঝলক। সুপারস্টারকে দেখা গেল অ্যাকশন-প্যাকড আবহে। হাতে তার তাস কার্ডের কিং!

এর আগে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছেন দর্শক। এবার সেই ম্যাজিক ফিরবে নতুন রূপে। ২০২৬ সালে মুক্তি পাচ্ছে এই নির্মাতা-অভিনেতা জুটির কিং।

প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। এ ছাড়া ‘ডাঙ্কি’ দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। তবে তারপর দু’বছর আর পর্দায় দেখা যায়নি বলিউড বাদশাহকে। ফলে তার নতুন ছবির জন্য দিন গুনছেন ভক্তরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহরুখের জন্মদিন জমিয়ে দিল ‘কিং’-এর টিজার

প্রকাশের সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক : 

বলিউড বাদশাহ শাহরুখ খান ৫৯টি বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা দিলেন। কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। বরং এখনো কিং খানকে ৩০ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো আগের মতোই তিনি রোমান্সে মাতেন রুপালি পর্দায়।

এদিকে অপেক্ষার পারদ চড়েছিল আগেই! শাহরুখ খানের জন্মদিনের রোববার (২ নভেম্বর) সকালে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে প্রকাশ্যে এল সেই টিজার।

১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিয়েছে।

টিজারটি পোস্ট করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে— ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।

টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায়, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনো জিজ্ঞেস করিনি।’ এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ানের সেই কিংবদন্তি ভঙ্গি।

ফার্স্ট লুকেই শাহরুখকে দেখা গেছে স্টাইলিশ উপস্থিতিতে। সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশ ম্যান।

টিজার দেখে ধারণা করা যাচ্ছে, ‘কিং’ হতে যাচ্ছে ফুল ফ্লেজড অ্যাকশন, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড।

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। সিনেমাটিতে শাহরুখ ছাড়া আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা। এ ছাড়া থাকছেন শাহরুখকন্যা সুহানা খান।

ভক্তরা অনুমান করেছিল যে, শাহরুখের জন্মদিনে প্রকাশ হতে পারে কিং টিজার। ঠিক তা-ই ঘটেছে, প্রথমবার প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির ঝলক। সুপারস্টারকে দেখা গেল অ্যাকশন-প্যাকড আবহে। হাতে তার তাস কার্ডের কিং!

এর আগে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছেন দর্শক। এবার সেই ম্যাজিক ফিরবে নতুন রূপে। ২০২৬ সালে মুক্তি পাচ্ছে এই নির্মাতা-অভিনেতা জুটির কিং।

প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। এ ছাড়া ‘ডাঙ্কি’ দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। তবে তারপর দু’বছর আর পর্দায় দেখা যায়নি বলিউড বাদশাহকে। ফলে তার নতুন ছবির জন্য দিন গুনছেন ভক্তরা।