বিনোদন ডেস্ক :
বলিউডের তারকাদের বডি ডাবলদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয়। ভক্তরাও এসব রিল উপভোগ করেন, কিন্তু শাহরুখ খানের বডি ডাবলের কথা মনে হলেই যেন সেই উত্তেজনা আরও বেড়ে যায়। শাহরুখ খানের বডি ডবল হলেন ইব্রাহিম কাদরি, যিনি সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে পরিচিত। বিশেষ করে শাহরুখ ভক্তদের কাছে।
সম্প্রতি ইব্রাহিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই ভুলে তাকে শাহরুখ মনে করেছেন। তবে যেই ইব্রাহিমকে নিয়ে এত আলোচনা সামাজিক মাধ্যমে, সেই কি না দেখা করতে চান না কিং খানের সঙ্গে।
দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম স্পষ্ট করেছেন, তিনি কখনও শাহরুখের সঙ্গে দেখা করতে চান না।
এই যুবক বলেন, আমি অনেকবার বলেছি, কোনও কারণে আমি তার সঙ্গে দেখা করতে চাই না। কারণ, ঠিক যেমন আমাদের একটি বাংলো বা ফেরারি থাকার স্বপ্ন থাকে—যখন তা আসে, সেটা গ্যারেজে থাকে, আর আমরা অন্য গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। আমারও একই চিন্তা, যদি আমি তার সঙ্গে দেখা করি, আমার সকল উৎসাহ উধাও হয়ে যেতে পারে। আমি সেই ভয়টাই পাই।
ইব্রাহিম মূলত ভিডিও বানান এবং শাহরুখের সংলাপ, দৃশ্য এবং হাঁটার ধরণ অনুকরণ করেন। তিনি শাহরুখের মতো পোজ দিয়ে ছবি শেয়ার করেন।
সোশ্যাল মিডিয়ায় এই নায়কের প্রায় ২৩ লাখ ফলোয়ার রয়েছে। যে কারণে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হন এবং কিং খানের অনুকরণ করে ভক্তদের মুগ্ধ করেন।
ভক্তদের কাছে ইব্রাহিম কাদরি এখন শুধু শাহরুখের বডি ডবলই নয়, বরং তারকা শাহরুখের সঙ্গে সংশ্লিষ্ট একটি আলাদা আইকনিক চরিত্র।