নিজস্ব প্রতিবেদক :
সরকারি সকল গ্রেডের চাকরিতে কোটা প্রথাকে যৌক্তিক পর্যায়ে সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এখানে থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট অবরোধ করবেন তারা।
বুধবার (১০ জুলাই) সকাল পৌনে ১১টায় শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। এর আগে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হন।
এরপর বিক্ষোভ মিছিল নিয়ে লেকচার থিয়েটার ভবন, মাস্টার দা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, ভিসি চত্বর, টিএসসির রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের একটাই দাবি, সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশ) এনে সংসদে আইন পাস করতে হবে।
একই সময়ে রাজধানীর সায়েন্সল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ইডেন কলেজ ও হোম ইকনোমিক্স কলেজের শিক্ষার্থীরা।
এ দিকে চানখারপুল, ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওঠার রাস্তা অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা, অবরোধ করা হয়েছে মৎস্য ভবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর মোড়। শিক্ষার্থীরা ফার্মগেট অবরোধের জন্য যাচ্ছেন।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর অবরোধে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে স্থবিরতা তৈরি হয়েছে। এ সকল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে ব্যাপক যানজট তৈরি হয়েছে।