নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৩ হাজার ৯০ ইউরো উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভিএসইসি) বিভাগ।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত এভসেক সদস্যরা চেকিং রো ডি’তে নিরাপত্তা তল্লাশি চলাকালীন সময় এসব মুদ্রা উদ্ধার করা হয়।
বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কর্তব্যরত এভসেক সদস্যরা চেকিং রো ডি’তে নিরাপত্তা তল্লাশি চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩৫৫) রোমগামী ফ্লাইটের বর্হিগামী যাত্রীর লাগেজে লুকায়িত অবস্থায় ৯৩ হাজার ৯০ ইউরো শনাক্ত করা হয়।
পরবর্তীতে বিমানবন্দর কাস্টমসকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেয়।
বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।
নিজস্ব প্রতিবেদক 
























