নিজস্ব প্রতিবেদক :
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক অঙ্গীভূত আনসার সদস্যের পোশাকের ভেতর থেকে লুকানো অবস্থায় ১৪টি মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কালো তালিকাভুক্ত হওয়া জেনারুল ইসলামকে তাৎক্ষণিক অব্যাহতির পাশাপাশি বাহিনী থেকে বহিষ্কারও করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
তিনি জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা কোনোভাবেই পুরো বাহিনীর আদর্শ, পেশাদারত্ব বা নিবেদনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। একজন সদস্যের অনৈতিক আচরণের দায় পুরো বাহিনীর ঘাড়ে চাপানো অনুচিত ও অযৌক্তিক।
গত ৬ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্য জেনারুল ইসলামের কাছ থেকে পোশাকের ভেতর লুকানো অবস্থায় পুরোনো মডেলের ১৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
এ বিষয়ে আনসার বাহিনীর উপপরিচালক আশিকউজ্জামান বলেন, এটি নিঃসন্দেহে দুঃখজনক এবং বাহিনীর নীতি-আদর্শের পরিপন্থি। এ ঘটনায় বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে। সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমান মহাপরিচালকের নির্দেশনায় বাহিনীর শৃঙ্খলাবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যেকোনো সদস্যের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন সংবেদনশীল স্থানে নিরলসভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছেন। সীমিত স্বল্প বেতন, দীর্ঘ কর্মঘণ্টা, ক্যাম্প থেকে ডিউটি পোস্টে প্রতিকূল যাতায়াত ব্যবস্থা এবং সংবেদনশীল দায়িত্ব পালনের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারা দিন-রাত পরিশ্রম করে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন।
আশিকউজ্জামান বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেও আনসার বাহিনীর সদস্যরা তাদের পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে অবৈধ চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং অবৈধ পণ্য উদ্ধারসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের আত্মত্যাগ ও দক্ষতা জাতির শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছে। ওই অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 




















