Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : 

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের প্রধান বিমানবন্দর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখানে কোনো বিমান ওঠানামা করছে না।

সোমবার (৫ আগস্ট) বিকাল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

গেল জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হলে তা রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অসহযোগের দ্বিতীয় দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকামুখী জনস্রোতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে। এরপর তার সরকারি বাসভবন গণভবন দখলে নেয় জনতা।

প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবরের পর ঢাকার রাস্তায় মিছিল বের করে আনন্দ-উল্লাস করছে মানুষ। আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের খবর এসেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের প্রধান বিমানবন্দর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখানে কোনো বিমান ওঠানামা করছে না।

সোমবার (৫ আগস্ট) বিকাল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

গেল জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হলে তা রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অসহযোগের দ্বিতীয় দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকামুখী জনস্রোতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে। এরপর তার সরকারি বাসভবন গণভবন দখলে নেয় জনতা।

প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবরের পর ঢাকার রাস্তায় মিছিল বের করে আনন্দ-উল্লাস করছে মানুষ। আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের খবর এসেছে।