Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৯ জুলাই) বিমানবন্দরের আগমনী ১ নং ও ২ নং ক্যানোপির মাঝখান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এয়ারপোর্ট এপিবিএন ফোর্স। সন্ধ্যায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

বিমানবন্দর এপিবিএনের এএসপি রাকিব হাসান ভূঁইয়া বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী এক ও দুই নম্বর ক্যানোপি এলাকার মাঝখান থেকে ওই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।

তিনি বলেন, এরপর ওই গাড়ি তল্লাশি করে সিটের মাঝখানে টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে মোট ১ হাজার ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।”

২২ ক্যারেট মানের স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা বলে জানান রাকিব।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শাহজালালে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ২

প্রকাশের সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৯ জুলাই) বিমানবন্দরের আগমনী ১ নং ও ২ নং ক্যানোপির মাঝখান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এয়ারপোর্ট এপিবিএন ফোর্স। সন্ধ্যায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

বিমানবন্দর এপিবিএনের এএসপি রাকিব হাসান ভূঁইয়া বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী এক ও দুই নম্বর ক্যানোপি এলাকার মাঝখান থেকে ওই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।

তিনি বলেন, এরপর ওই গাড়ি তল্লাশি করে সিটের মাঝখানে টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে মোট ১ হাজার ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।”

২২ ক্যারেট মানের স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা বলে জানান রাকিব।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।