দেশব্যাপী কোভিড -১৯ করোনা ভ্যাকসিনের কর্যক্রম শুরুর ন্যায় শাহজাদপুরেও করোনা ভ্যাকসিনের উদ্বোধন করা হয়েছে । রোববার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলাম,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান প্রমূখ।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সর্বপ্রথম কোভিড – ১৯ করোনা ভ্যাকসিন নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এস এম আজমল হুসাইন(৪০)।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান জানান, সারা বাংলাদেশের ন্যায় আমরাও করোনা টিকাদান কার্যক্রম শুরু করেছি। অনলাইন নিবন্ধনের মাধ্যমে ১৯ ক্যাটাকরিতে এ টিকাদান কর্যক্রম চলবে। প্রথম ধাপে শাহজাদপুর উপজেলায় মোট ১৭ শ ৩৯টি ভায়াল দেয়া হয়েছে।
১ টি ভায়াল থেকে ১০জনকে টিকা দেয়া যাবে। শাহজাদপুরে মোট ১৭ হাজার ৩শত ৯০জনকে টিকা দেয়া যাবে।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টিকাদানের জন্য ৩ টি বুথ খোলা হয়েছে।আজ উদ্ধ্বোধনী দিনে ১শত জনকে এ টিকা দেয়ার জন্য মেসেজ দেয়া হয়েছে ।
মাসে ১২ দিন অর্থাৎ শুক্রবার বাদ দিয়ে প্রতিমাসের প্রথম দুই সপ্তাহ একটানা এ টিকাদান কার্যক্রম চলবে। কোভিড -১৯ করোনা ভ্যাকসিনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা এই টিকা নিতে আগ্রহী তাদেরকে www.surokkha.gov.bd এই ওয়েব সাইডে নিবন্ধন করার আহবান জানান।