Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল।

বুধবার (১১ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ২০ মিনিটের দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে আরেকটি ইঞ্জিন দিয়ে রেলটি স্টেশনে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকাল পৌনে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে প্রবেশের সময় হঠাৎ লোকো ফেল হয়। এতে ট্রেনটি স্টেশনের আউটার সিগনালে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লোকোমোটিভে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি চলাচল করতে পারেনি। পরে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে রেলের ইঞ্জিনে কাজ করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসার কথা থাকা বেশ কয়েকটি ট্রেন আটকে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করেন। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শ্রমিক ধর্মঘটের কথা মাথায় রেখে ১,০০,০০০ যাত্রীর ফ্লাইট বাতিল করেছে এয়ার কানাডা

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রকাশের সময় : ০৬:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল।

বুধবার (১১ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ২০ মিনিটের দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে আরেকটি ইঞ্জিন দিয়ে রেলটি স্টেশনে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকাল পৌনে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে প্রবেশের সময় হঠাৎ লোকো ফেল হয়। এতে ট্রেনটি স্টেশনের আউটার সিগনালে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লোকোমোটিভে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি চলাচল করতে পারেনি। পরে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে রেলের ইঞ্জিনে কাজ করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসার কথা থাকা বেশ কয়েকটি ট্রেন আটকে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করেন। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে।