Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিনগরে ভোট বর্জন ও অসহযোগের লিফলেট বিতরণ রিজভীর

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন দ্বাদশ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে জনসাধারণের মাঝে দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় শান্তিনগর মোড় ও কাঁচাবাজার এলাকায় তারা এই লিফলেট বিতরণ করেন।

আসন্ন সংসদ নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ আখ্যা দিয়ে মানুষ তাতে সাড়া দিচ্ছে না বলে দাবি করে তিনি বলেন, সরকারের হুমকিধমকিতেও জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না।

রিজভী বলেন, অবৈধ সরকার ও তার বশংবদ কমিশন দেশে ডামি ও তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে জনগণ তাতে সাড়া দিচ্ছে না। ভোটকেন্দ্রে লোকজনকে নিতে ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকিধমকি দিচ্ছে… বাড়ি বাড়ি গিয়ে ওরা বলে আসছে ভোটের দিন কেন্দ্রে না গেলে নাকি খবর আছে।

তিনি আরও বলেন, সরকারকে বলে দিতে চাই, আপনাদের এসব সন্ত্রাসী হুমকিতে কোনো লাভ নেই। জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না। যত ভয়ভীতি দেখাক না কেন সেদিন “আমরা আর মামুরা” ছাড়া কেউ থাকবে না ভোটকেন্দ্রে। সেদিন ভোট বর্জন করে জনগণ ওদের হুমকির সমুচিত জবাব দেবে।

সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নাম বানানোর অপচেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, এলাকায় এলাকায় দেখবেন কোথাও কোনো ভোটের আমেজ কিংবা উৎসব নেই। মানুষের ভেতরে ভোট নিয়ে আলাপ-আলোচনা নেই। এলাকায় এলাকায় যখন নৌকার সমর্থনে মাইকে প্রচার চালায় তখন মানুষ দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সাধারণ মানুষ বলে, “এটা ভোট না, এটা ৩০০ আসনে ভাগবাঁটোয়ারার নাটক”।

রিজভী আরও বলেন, সারা দেশে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সরকার ভেবেছে ৭ জানুয়ারি পার করবে। কিন্তু তাদের এ ভাবনা সফল হতে দেবে না জনগণ।

সকাল সাড়ে ৭টায় শান্তিনগরের সড়কে অস্থায়ী কাঁচাবাজারে ১০-১২ জন নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেন রিজভী। কিছু সময় লিফলেট বিতরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, জিয়া হলের যুগ্ম সম্পাদক বাবু প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগৈলঝাড়ায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকিপূর্ণ

শান্তিনগরে ভোট বর্জন ও অসহযোগের লিফলেট বিতরণ রিজভীর

প্রকাশের সময় : ১২:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন দ্বাদশ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে জনসাধারণের মাঝে দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় শান্তিনগর মোড় ও কাঁচাবাজার এলাকায় তারা এই লিফলেট বিতরণ করেন।

আসন্ন সংসদ নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ আখ্যা দিয়ে মানুষ তাতে সাড়া দিচ্ছে না বলে দাবি করে তিনি বলেন, সরকারের হুমকিধমকিতেও জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না।

রিজভী বলেন, অবৈধ সরকার ও তার বশংবদ কমিশন দেশে ডামি ও তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে জনগণ তাতে সাড়া দিচ্ছে না। ভোটকেন্দ্রে লোকজনকে নিতে ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকিধমকি দিচ্ছে… বাড়ি বাড়ি গিয়ে ওরা বলে আসছে ভোটের দিন কেন্দ্রে না গেলে নাকি খবর আছে।

তিনি আরও বলেন, সরকারকে বলে দিতে চাই, আপনাদের এসব সন্ত্রাসী হুমকিতে কোনো লাভ নেই। জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না। যত ভয়ভীতি দেখাক না কেন সেদিন “আমরা আর মামুরা” ছাড়া কেউ থাকবে না ভোটকেন্দ্রে। সেদিন ভোট বর্জন করে জনগণ ওদের হুমকির সমুচিত জবাব দেবে।

সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নাম বানানোর অপচেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, এলাকায় এলাকায় দেখবেন কোথাও কোনো ভোটের আমেজ কিংবা উৎসব নেই। মানুষের ভেতরে ভোট নিয়ে আলাপ-আলোচনা নেই। এলাকায় এলাকায় যখন নৌকার সমর্থনে মাইকে প্রচার চালায় তখন মানুষ দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সাধারণ মানুষ বলে, “এটা ভোট না, এটা ৩০০ আসনে ভাগবাঁটোয়ারার নাটক”।

রিজভী আরও বলেন, সারা দেশে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সরকার ভেবেছে ৭ জানুয়ারি পার করবে। কিন্তু তাদের এ ভাবনা সফল হতে দেবে না জনগণ।

সকাল সাড়ে ৭টায় শান্তিনগরের সড়কে অস্থায়ী কাঁচাবাজারে ১০-১২ জন নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেন রিজভী। কিছু সময় লিফলেট বিতরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, জিয়া হলের যুগ্ম সম্পাদক বাবু প্রমুখ।