Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ফের ভমভমি ব্রিজের পাটাতন ভেঙে নদীতে, যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : 

সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জ উপজেলার ডাবর-আউশকান্দি-জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের ভমভমি বেইলি সেতুর পশ্চিম অংশের তিনটি পাটাতন সপ্তাহ না পেরোতেই আবারও ভেঙে নদীতে পড়ে গেল। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় হঠাৎ সেতুর ৩টি পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে এবং কিছু অংশ ভেঙে যায়। পরে এলাকাবাসী বিষয়টি শান্তিগঞ্জ থানার পুলিশকে জানালে পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে (২৮ মার্চ) পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে গিয়েছিল।

গাড়ী চালাক রফিক মিয়া বলেন, কি ধরনের মেরামত করে কর্তৃপক্ষ জানে। বার বার ভেঙ্গে যাচ্ছে পাটাতন। সপ্তাহ আগে ভেঙ্গে গিয়েছিল। সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রায়ই পাটাতন ধসে যাওয়ার ঘটনা ঘটে। ভারি কোনো যানবাহন পার হওয়ার ফলে এমন ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, সেতুর পাটাতন ধসে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, সেতুর তিনটি পাটাতন নদীতে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুর মেরামত কাজ শুরু করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

শান্তিগঞ্জে ফের ভমভমি ব্রিজের পাটাতন ভেঙে নদীতে, যানচলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জ উপজেলার ডাবর-আউশকান্দি-জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের ভমভমি বেইলি সেতুর পশ্চিম অংশের তিনটি পাটাতন সপ্তাহ না পেরোতেই আবারও ভেঙে নদীতে পড়ে গেল। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় হঠাৎ সেতুর ৩টি পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে এবং কিছু অংশ ভেঙে যায়। পরে এলাকাবাসী বিষয়টি শান্তিগঞ্জ থানার পুলিশকে জানালে পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে (২৮ মার্চ) পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে গিয়েছিল।

গাড়ী চালাক রফিক মিয়া বলেন, কি ধরনের মেরামত করে কর্তৃপক্ষ জানে। বার বার ভেঙ্গে যাচ্ছে পাটাতন। সপ্তাহ আগে ভেঙ্গে গিয়েছিল। সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রায়ই পাটাতন ধসে যাওয়ার ঘটনা ঘটে। ভারি কোনো যানবাহন পার হওয়ার ফলে এমন ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, সেতুর পাটাতন ধসে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, সেতুর তিনটি পাটাতন নদীতে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুর মেরামত কাজ শুরু করেছে।