বিনোদন ডেস্ক :
চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মেগাস্টার শাকিব খান ও সাবিলা অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। এই গানের ভিডিও প্রকাশের পরেই দর্শকেরা হুমড়ি খেয়ে গানটি উপভোগ করছেন। শাকিব খান তার ফেসবুকে গানটি শেয়ার দিয়ে লিখেছেন ‘লিচুর বাগানে তাণ্ডব চলছে।’
সত্যিই তাই। ইউটিউবে গানটি প্রকাশের মাত্র ৪ ঘন্টার মধ্যে ১ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে। ‘লিচুর বাগানে’ গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান।
‘লিচুর বাগানে’ শিরোনামের গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। এর মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।
গানটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসায় দারুণ খুশি সাবিলা। প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ। শাকিব খানে যেন মুগ্ধ সাবিলা! তাই এই নায়কের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর।
গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুই তো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সে ক্ষেত্রে ভয় ছিল। প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।
সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই। সাবিলার কথায়, উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।
সাবিলা আরও বলেন, যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে ওনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এত বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান- এই ব্যাপারটা ওনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।
‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।