বিনোদন ডেস্ক :
সিনেমার বাইরে ঢাকাই চিত্রজগতের তারকাদের ব্যক্তিজীবন ঘিরে চর্চার শেষ নেই। শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলী এই অভিনয় ত্রয়ীকে নিয়ে বর্তমানে রটনা রটছে অহরহ। চিত্রনাট্যের বাঁকবদলের মতো করে ঘটছে সম্পর্কের পালাবদল। যতই শাকিব-বুবলীর দূরত্ব বাড়ছে, ততই যেন কমছে শাকিব-অপুর দূরত্ব।
ঢালিউড অন্দরে জোর গুঞ্জন, তিক্ততা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব-অপু। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। যদিও রহস্য জিইয়ে রেখেছেন, তারপরও অপু বিশ্বাসের কথায় পাওয়া যায় পুনর্মিলনের আভাস।
সন্তানকে মেনে নিলেও অপুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন শাকিব। এরপর বিচ্ছেদের পথেই হাঁটেন দুজন।
তার পর অনেকগুলো বছর কেটে গেলে আবারও একই খবরের শিরোনাম হন শাকিব। এবার অপুর জায়গায় অভিযোগ নিয়ে হাজির ঢাকাই সিনেমার আরেক নায়িকা শবনব বুবলী। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খানের আরেক সন্তান শেহজাদ খান বীরের ছবি।
আব্রাম জয়ের মতোই বীরকেও নিজের সন্তানের স্বীকৃতি জানাতে কালক্ষেপণ করেননি শাকিব। তবে বুবলীর সঙ্গেও এক ছাদের তলায় থাকবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। এর পর থেকে অভিযোগ-পালটা অভিযোগে সময় কাটছে শাকিব-বুবলীর।
এমন পরিস্থিতিতে নানান সময় শাকিবের প্রশংসাই শোনা গেছে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের মুখে। বিষয়টি নজরে এসেছে শাকিবভক্তদের।
এবার তা নিয়ে সরাসরি জবাব দিলেন অপু বিশ্বাস নিজেই। সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন আপনাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?
জবাবে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত। যেটা সবচেয়ে সত্যি কথা সেটি হচ্ছে- আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রা পথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।’
এসব কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করেন, ‘আপনারা এক হলে তো জানাবেন?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।
এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অপু। সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল ‘আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?
সেই প্রশ্নের জবাব দিলেও অনেকটা এড়িয়েই গেছেন অপু। বললেন, সেটি এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন তারা। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।