Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের সঙ্গী এবার সিয়াম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ২১১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের দুই নায়ক শাকিব খান ও সিয়াম আহমেদ। সময়ের ব্যবধানে আলাদা দুটি প্রজন্মের প্রতিনিধি তারা। তবে দর্শকের ভালোবাসার যে বাগিচা সেখানে দুজনেই তাজা দুটি ফুল। বয়সকে হার মানিয়ে শাকিব খান এখনো তার পরবর্তী প্রজন্মের নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে করে যাচ্ছেন রোমান্স, অ্যাকশন।

রুপালি পর্দার সবচেয়ে হিট নায়কও শাকিব। তাই ভক্তরা যতোই তর্কে জড়াক কিংবা যার যার প্রিয় নায়ককে এগিয়ে রাখার বাহাস করুক শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বরং তাকে প্রেরণা হিসেবেই গ্রহণ করেন সিয়ামেরা। অনেক সিনেমাপ্রেমীরাই প্রত্যাশা করেন শাকিব খান তার পরবর্তী নায়কদের নিয়ে একসঙ্গে সিনেমা করুন। মাঝেমাঝে অবশ্য অনেককে দেখাও যায় ঢালিউড সুপারস্টারের সঙ্গে। সেইসব সিনেমা সবসময়ই থাকে আলোচনায়।

সেই ভাবনা থেকেই শাকিবের সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দুই প্রজন্মের দুই নায়ককে একসঙ্গে দেখা গেছে। যা বেশ কৌতুহলের জন্ম দিয়েছে তাদের ভক্তদের মনে। সিনেমাপ্রেমীরাও ভাবছেন, ঘটনা কী?

শাকিব-সিয়ামের ছবি ঘিরে অবশ্য আলোচনার যথেষ্ট কারণও আছে। প্রথম কারণ ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে ঠিক এমন খোশগল্পে মেতে থাকতে সচরাচর দেখা যায় না। তাছাড়া শাকিবের সঙ্গে সিয়ামের যে খুব বেশি যোগাযোগ বা সখ্য রয়েছে, তেমনটাও নয়। তাহলে এই খোশগল্পের হেতু কী?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া শাকিবিয়ান আর সিয়ামিয়ানরা। কেউ বলছেন, একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন তারা। আবার কারো কথায়, অগ্রজ শাকিব খান থেকে পরামর্শ নিতে গিয়েছেন সিয়াম আহমেদ। কিন্তু সদুত্তর মিলছে না। শাকিব-সিয়াম দু’পক্ষই চুপচাপ।

অবশেষে রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার পর জানা গেল খোশগল্পের রহস্য। সবাই জানেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন শাকিব খান। এবার এই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর তাকে প্রতিষ্ঠানটিতে স্বাগত জানান শাকিব খান। ছবিটি মূলত সেই স্বাগত সময়ের।

ছবিটির খোঁজ নিতে গিয়ে পাওয়া গেল আরও কিছু ছবি। সেসব দেখে নিশ্চিত হওয়া গেল, কোনো সিনেমা নয়, শাকিব-সিয়াম এক হয়েছেন বাণিজ্যিক একটি চুক্তিতে।

গেল শনিবার আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নায়ক মামনুন হাসান ইমন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সময় শাকিব খান বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান। এ লক্ষ্য বাস্তবায়নে প্রচার ও প্রসারে সিয়ামের মতো একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।

অনুষ্ঠান শেষে সিয়াম বলেন, ‘দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। শিগগিরই এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সেই সূত্রে তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন।

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সেই সূত্রে তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন।

তাদের পর এবার যুক্ত হলেন অভিনেতা সিয়াম। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবে শাকিব খানের কোম্পানি।

উল্লেখ্য, ১ নভেম্বর পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’। শিগগিরই দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। অন্যদিকে সিয়াম আহমেদ মুক্তির মিছিলে আছেন ‘জংলী’ নিয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাকিবের সঙ্গী এবার সিয়াম

প্রকাশের সময় : ১১:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের দুই নায়ক শাকিব খান ও সিয়াম আহমেদ। সময়ের ব্যবধানে আলাদা দুটি প্রজন্মের প্রতিনিধি তারা। তবে দর্শকের ভালোবাসার যে বাগিচা সেখানে দুজনেই তাজা দুটি ফুল। বয়সকে হার মানিয়ে শাকিব খান এখনো তার পরবর্তী প্রজন্মের নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে করে যাচ্ছেন রোমান্স, অ্যাকশন।

রুপালি পর্দার সবচেয়ে হিট নায়কও শাকিব। তাই ভক্তরা যতোই তর্কে জড়াক কিংবা যার যার প্রিয় নায়ককে এগিয়ে রাখার বাহাস করুক শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বরং তাকে প্রেরণা হিসেবেই গ্রহণ করেন সিয়ামেরা। অনেক সিনেমাপ্রেমীরাই প্রত্যাশা করেন শাকিব খান তার পরবর্তী নায়কদের নিয়ে একসঙ্গে সিনেমা করুন। মাঝেমাঝে অবশ্য অনেককে দেখাও যায় ঢালিউড সুপারস্টারের সঙ্গে। সেইসব সিনেমা সবসময়ই থাকে আলোচনায়।

সেই ভাবনা থেকেই শাকিবের সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দুই প্রজন্মের দুই নায়ককে একসঙ্গে দেখা গেছে। যা বেশ কৌতুহলের জন্ম দিয়েছে তাদের ভক্তদের মনে। সিনেমাপ্রেমীরাও ভাবছেন, ঘটনা কী?

শাকিব-সিয়ামের ছবি ঘিরে অবশ্য আলোচনার যথেষ্ট কারণও আছে। প্রথম কারণ ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে ঠিক এমন খোশগল্পে মেতে থাকতে সচরাচর দেখা যায় না। তাছাড়া শাকিবের সঙ্গে সিয়ামের যে খুব বেশি যোগাযোগ বা সখ্য রয়েছে, তেমনটাও নয়। তাহলে এই খোশগল্পের হেতু কী?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া শাকিবিয়ান আর সিয়ামিয়ানরা। কেউ বলছেন, একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন তারা। আবার কারো কথায়, অগ্রজ শাকিব খান থেকে পরামর্শ নিতে গিয়েছেন সিয়াম আহমেদ। কিন্তু সদুত্তর মিলছে না। শাকিব-সিয়াম দু’পক্ষই চুপচাপ।

অবশেষে রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার পর জানা গেল খোশগল্পের রহস্য। সবাই জানেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন শাকিব খান। এবার এই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর তাকে প্রতিষ্ঠানটিতে স্বাগত জানান শাকিব খান। ছবিটি মূলত সেই স্বাগত সময়ের।

ছবিটির খোঁজ নিতে গিয়ে পাওয়া গেল আরও কিছু ছবি। সেসব দেখে নিশ্চিত হওয়া গেল, কোনো সিনেমা নয়, শাকিব-সিয়াম এক হয়েছেন বাণিজ্যিক একটি চুক্তিতে।

গেল শনিবার আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নায়ক মামনুন হাসান ইমন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সময় শাকিব খান বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান। এ লক্ষ্য বাস্তবায়নে প্রচার ও প্রসারে সিয়ামের মতো একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।

অনুষ্ঠান শেষে সিয়াম বলেন, ‘দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। শিগগিরই এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সেই সূত্রে তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন।

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সেই সূত্রে তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন।

তাদের পর এবার যুক্ত হলেন অভিনেতা সিয়াম। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবে শাকিব খানের কোম্পানি।

উল্লেখ্য, ১ নভেম্বর পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’। শিগগিরই দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। অন্যদিকে সিয়াম আহমেদ মুক্তির মিছিলে আছেন ‘জংলী’ নিয়ে।