Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের চেয়ে জয় বেশি কিউট: ইধিকা পাল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কলকাতার অভিনেত্রী, কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই সিনেমা দিয়ে। বাংলা ভাষাভাষীদের মুখে মুখে এক নাম ইধিকা পাল। তার নাম জড়িয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। অবশ্যই সেটা অভিনয় সূত্রে।

বাংলাদেশে নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন ওপার বাংলার ছোট পর্দার এই অভিনেত্রী।

গত ঈদে সবচাইতে ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে ইধিকাকে বেশ মানিয়েছে বলে মন্তব্য সিনেপ্রেমীদের। শাকিবভক্তরাও সহমত তাতে।

আর সবার মতো ইধিকার প্রশংসা করেছেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী অপু বিশ্বাসও। এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়।

অপুর মুখে এমন কমপ্লিমেন্ট পেয়ে খুশি ইধিকাও। তিনিও প্রশংসা করলেন অপু বিশ্বাসের।

এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নিউকামার (নবাগত) নায়িকা হিসেবে, তার থেকে অর্থাৎ একজন অভিজ্ঞ অভিনেত্রী থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য।

এ সময় প্রসঙ্গ ওঠে শাকিবপুত্র আব্রাম জয়ের কথা। ইধিকা হেসে বলেন, হ্যাঁ, ওরা সঙ্গে দেখা হয়েছে। খুবই মিষ্টি। শাকিব থেকেও এগিয়ে রাখব জয়কে। জয় বেশি কিউট।

নায়িকা বলেন, আমার মনে হয় এই উত্তরটাতে যার সঙ্গে প্রতিযোগীতা জয়ের সে-ও খুশি হবে। তাই বুঝে শুনেই উত্তরটা দিয়েছি (হাসি)।

এদিকে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হয়েছে আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ক্ষমতার লোভ দেখিয়ে অভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না : নাহিদ ইসলাম

শাকিবের চেয়ে জয় বেশি কিউট: ইধিকা পাল

প্রকাশের সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

কলকাতার অভিনেত্রী, কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই সিনেমা দিয়ে। বাংলা ভাষাভাষীদের মুখে মুখে এক নাম ইধিকা পাল। তার নাম জড়িয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। অবশ্যই সেটা অভিনয় সূত্রে।

বাংলাদেশে নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন ওপার বাংলার ছোট পর্দার এই অভিনেত্রী।

গত ঈদে সবচাইতে ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে ইধিকাকে বেশ মানিয়েছে বলে মন্তব্য সিনেপ্রেমীদের। শাকিবভক্তরাও সহমত তাতে।

আর সবার মতো ইধিকার প্রশংসা করেছেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী অপু বিশ্বাসও। এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়।

অপুর মুখে এমন কমপ্লিমেন্ট পেয়ে খুশি ইধিকাও। তিনিও প্রশংসা করলেন অপু বিশ্বাসের।

এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নিউকামার (নবাগত) নায়িকা হিসেবে, তার থেকে অর্থাৎ একজন অভিজ্ঞ অভিনেত্রী থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য।

এ সময় প্রসঙ্গ ওঠে শাকিবপুত্র আব্রাম জয়ের কথা। ইধিকা হেসে বলেন, হ্যাঁ, ওরা সঙ্গে দেখা হয়েছে। খুবই মিষ্টি। শাকিব থেকেও এগিয়ে রাখব জয়কে। জয় বেশি কিউট।

নায়িকা বলেন, আমার মনে হয় এই উত্তরটাতে যার সঙ্গে প্রতিযোগীতা জয়ের সে-ও খুশি হবে। তাই বুঝে শুনেই উত্তরটা দিয়েছি (হাসি)।

এদিকে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হয়েছে আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।